ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

জেএমবি’র মাসুমের মৃত্যুদণ্ড বহাল

প্রকাশিত: ০৮:২৯, ৭ এপ্রিল ২০১৬

জেএমবি’র মাসুমের মৃত্যুদণ্ড বহাল

স্টাফ রিপোর্টার ॥ লক্ষ্মীপুর জজকোর্টে বোমা হামলার সঙ্গে জড়িত থাকার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) মৃত্যুদ-প্রাপ্ত সদস্য মাসুমুর রহমান ওরফে মাসুমের মৃত্যুদ- বহাল রেখেছেন আপীল বিভাগ। একইসঙ্গে নিম্ন আদালতে মৃত্যুদ-প্রাপ্ত জেএমবি সদস্য মোহাম্মদ আমজাদ আলীকে খালাস দিয়ে হাইকোর্টের রায় বাতিল করেছেন আদালত। এই মামলায় নিম্ন আদালতে আমজাদ আলীর পুনর্বিচারের নির্দেশ দিয়েছেন আপীল বিভাগ। তারা দু’জনই এখন কারাগারে রয়েছেন। হাইকোর্টের রায়ের আপীল খারিজ ও আমজাদ আলীর খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপীল নিষ্পত্তি করে বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে আপীল বিভাগের চার সদস্যের বেঞ্চ এই রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার ও আসামিপক্ষে শুনানি করেন দেলোয়ার হোসেন।
×