ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সিটি ব্যাংকে কার্ড জালিয়াতি

৩ কোটি ২২ লাখ টাকা হাতিয়ে নেয়ায় ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ০৫:৪৮, ৬ এপ্রিল ২০১৬

৩ কোটি ২২ লাখ টাকা হাতিয়ে নেয়ায় ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ গ্রাহকের কার্ডের তথ্য চুরি করে জালিয়াতির মাধ্যমে সিটি ব্যাংকের পয়েন্ট অব সেল (পিওএস) যন্ত্র থেকে তিন কোটি ২২ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে রাজধানী থেকে এক হোটেল ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সোমবার রাতে উত্তরার কমফোর্ট ইন আবাসিক হোটেলের মালিক আব্দুল হাসনাতকে (৫৬) গ্রেফতার করে ডিবি পুলিশ। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার মঙ্গলবার এমন খবরের সত্যতা নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, পিওএস হচ্ছে কার্ডের মাধ্যমে সেবা বা পণ্যের মূল্য পরিশোধের যন্ত্র। গত ১ মার্চ সিটি ব্যাংকের সিনিয়র সহকারী ভাইস প্রেসিডেন্ট একেএম আইয়ুব উল্যাহ গুলশান থানায় মামলাটি দায়ের করেন। ওই মামলার একমাত্র আসামি হিসেবে আব্দুল হাসনাতের নাম উল্লেখ রয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, গত বছরের ১২ জানুয়ারি উত্তরার ৪ নম্বর সেক্টরের কমফোর্ট ইন নামে একটি আবাসিক হোটেলের মালিক আব্দুল হাসনাত তার হোটেলে পিওএস মেশিন বসানোর জন্য আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে একই বছরের ৯ মার্চ হোটেলে পিএসও মেশিন স্থাপন করা হয়। এরপর ৮ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত ওই মেশিন ব্যবহার করে ১৪০টি লেনদেনের মাধ্যমে ৩ কোটি ২২ লাখ ৪৭ হাজার ৯৪৭ টাকা ব্যাংক থেকে হাতিয়ে নেন হাসনাত। কিন্তু কার্ডের প্রকৃত মালিকদের দাবির পর সিটি ব্যাংক বুঝতে পারে ট্রানজেকশনগুলো অবৈধভাবে করা হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী কার্ডের প্রকৃত মালিকদের খোয়া যাওয়া অর্থ ফেরত দেয় ব্যাংক কর্তৃপক্ষ।
×