ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

গুগল ম্যাপের কুফল

প্রকাশিত: ০৬:২২, ৫ এপ্রিল ২০১৬

গুগল ম্যাপের কুফল

গুগল ম্যাপের ওপর অতিমাত্রায় নির্ভরশীলতা মস্তিষ্কের কার্যক্ষমতা হ্রাস করে। তথ্য প্রযুক্তি অগ্রগতির ফলে মানুষের জীবন যেমন সহজ হচ্ছে তেমনি অনেক সময় এর মূল্যও গুনতে হয়। আজকের পর্যটকরা যেদেশেই যান না কেন দর্শনীয় স্থানগুলো দেখার জন্য কোন পুরোপুরি হাতের স্মার্টফোনটির ওপর নির্ভর করে থাকেন। তারা এ সম্পর্কে জ্ঞান অর্জন বা ডায়েরিতে তার অবস্থান লিখে রাখার প্রয়োজন বোধ করেন না। গুগল ম্যাপ যে সবসময় সঠিক তথ্যটি দেয় তা নয়। কারণ স্থানীয় নামের ভিন্নতা সবসময় গুগলম্যাপে ঠিকমতো দৃশ্যমান হয় না। ফলে পর্যটকরা চলে যেতে পারেন ভুল জায়গায়। ২০১০ সালের মধ্য আমেরিকান দেশ নিকারাগুয়ায় এক ব্যাংক ম্যানেজার খুন হওয়ার পর নিরাপত্তাজনিত গুগল ম্যাপ সবগুলো স্থাপনার নাম স্পষ্ট করে দিচ্ছে না। নিকারাগুয়া পুলিশের দাবি গুগল ম্যাপ থেকে ওই ব্যাংকটির অবস্থান জানতে পেরে ঘাতকরা সেই ম্যানেজারকে আক্রমণ করেছিল। এটি যেমন একদিকে সমস্যা অন্যদিকে এই ম্যাপের ওপর বেশি নির্ভরশীল হওয়ায় সাধারণ মানুষ মস্তিষ্কের স্মৃতি ভা-ার কম ব্যবহার করছে। মানুষের স্মৃতি কমে যাচ্ছে। -ওয়াশিংটন পোস্ট
×