ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

২৯ এইচএসসি পরীক্ষার্থীর ভাগ্য ফেরালেন বোর্ড চেয়ারম্যান

প্রকাশিত: ০৩:৫৭, ৪ এপ্রিল ২০১৬

২৯ এইচএসসি পরীক্ষার্থীর  ভাগ্য ফেরালেন বোর্ড  চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণে অনিশ্চয়তার হাত থেকে রক্ষা পেল সৈয়দপুর সিটি কলেজের ২৯ শিক্ষার্থী। অভিযোগ অধ্যক্ষ নূরনাহার এবং কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি কাজী ময়নুল হোসেনের অনিয়ম ও দুর্নীতির কারণে এই ২৯ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছিল। শনিবার রাত ১০টা পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ তাদের প্রবেশপত্র দিতে ব্যর্থ হয়। এ ঘটনায় ওই শিক্ষার্থীরা রাতে বিক্ষোভ প্রদর্শন ও রংপুর- দিনাজপুর মহাসড়ক অবরোধ করে রাখে। তার আগে বিকালে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি ও সৈয়দপুর প্রেসক্লাবের সামনের সড়কে বাইসাইকেল ফেলে অবস্থান নিয়েছিল। ঘটনাটি জানতে পেরে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেনের হস্তক্ষেপে রবিবার সকাল ১০টায় এইচএসসি পরীক্ষা শুরুর পূর্বেই ওই সকল শিক্ষার্থীর হাতে পৌঁছে দেয়া হয় প্রবেশপত্র। ফলে ওইসব শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে সক্ষম হয়। অভিযোগে জানা গেছে সৈয়দ সিটি কলেজের এখনও কোন একাডেমি স্বীকৃতির অনুমোদন মেলেনি। এর ফলে ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবারের এইচএসসি পরীক্ষায় ৩৯ শিক্ষার্থীকে কলেজ কর্তৃপক্ষ বিভিন্ন কলেজ থেকে পরীক্ষার ফরম ফিলাপ করায়। এরমধ্যে ১০ শিক্ষার্থীর প্রবেশপত্র সরবরাহ করে সিটি কলেজ। বাকি ২৯ শিক্ষার্থী প্রবেশপত্র বিতরণ না করে সিটি কলেজের অধ্যক্ষ ও পরিচালনা পর্ষদের সভাপতি গাঢাকা দেয়। শিক্ষার্থীদের অভিযোগ ফরম ফিলামের সময় নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত অর্থ নিয়ে তাদের ফরম ফিলাপ করানো হয়। প্রবেশপত্র প্রদানে আরও অর্থ দাবি করে না পাওয়ায় প্রবেশপত্র আটকিয়ে দেয় কলেজ কর্তৃপক্ষ। এ ব্যাপারে দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন বলেন, রাতে ঘটনাটি জানার পর ফাইলপত্র ঘেঁটে দেখা যায় শিক্ষার্থীদের ফরম ফিলাম হয়েছে এবং তাদের প্রবেশপত্র সরবরাহ করাও হয়। কিন্তু তারা সেই প্রবেশপত্র হাতে পায়নি। পরে নতুন করে প্রবেশপত্র তৈরি করে ওইসব শিক্ষার্থীকে রবিবার পরীক্ষা শুরুর আগেই সরবরাহ করা হয়। এতে তারা এইচএসসি পরীক্ষায় অংশ নিতে সক্ষম হয়। বিষয়টি বোর্ডের পক্ষ থেকে তদন্তপূর্বক দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
×