ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন বেগবান করতে হবে ॥ ফখরুল

প্রকাশিত: ০৮:০৩, ১৯ মার্চ ২০১৬

গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন বেগবান করতে হবে ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন বেগবান করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে পুরানা পল্টনে আদর্শ ঢাকা আন্দোলন অফিসে বিএনপির জাতীয় কাউন্সিল উপলক্ষে বিভিন্ন উপকমিটির বের করা স্যুভেনিরের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ফখরুল বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। তাই আগামী দিনের আন্দোলনে দলের নেতাকর্মী ও দেশবাসীকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যেতে হবে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে মারামারি ॥ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে জাতীয় কাউন্সিলের কার্ড-ফিতা বিক্রিকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে সাংবাদিকদের জানিয়েছেন পল্টন থানার এসআই ওমর ফারুক। পরবর্তী কমিটিতে নতুন মুখ দেখা যাবে- মাহবুব ॥ দলের জাতীয় কাউন্সিলের পর স্থানীয় কমিটিসহ জাতীয় নির্বাহী কমিটিতে নতুন মুখ দেখা যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব) মাহবুবুর রহমান। তিনি বলেন, কাউন্সিলের মাধ্যমে দল পুনর্গঠনের পর সরকারবিরোধী আন্দোলন চাঙ্গা হবে।
×