ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে জামায়াত নেতা গ্রেফতার ॥ বিস্ফোরক উদ্ধার

প্রকাশিত: ০৪:১৮, ১৯ মার্চ ২০১৬

ঝিনাইদহে জামায়াত নেতা গ্রেফতার ॥ বিস্ফোরক উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১৮ মার্চ ॥ জেলা জামায়াতের নায়েবে আমীর নুর মোহাম্মদকে বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্যসহ গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সাতক্ষীরার আবাদের হাট থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ঝিনাইদহ শহরের দিশারী ইনস্টিটিউট থেকে ১৫টি হাতবোমা, ৪৬ কেজি বিস্ফোরক ও বিপুল পরিমাণ জিহাদী বই উদ্ধার করা হয়। এ সব বিস্ফোরকের মধ্যে ডিনামাইট তৈরির নাইট্রোবেনজিন, লেড নাইট্রিক, হাইড্রোজেন পারঅক্সাইড, সোডিয়াম ও পটাশিয়াম নাইট্রেড, এ্যালোমোনিয়াম, গানপাউডার, ব্ল্যাক পাউডার, সালফিউরিক ও নাট্রিক এ্যাসিড, এ্যাসিটিক এ্যাসিড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট, কপার ও এ্যালোমিনিয়াম সালফেট, সোডিয়াম হাইড্রোক্সাইড, গ্লিসারিন, ক্লোরিন, বিপুল পরিমাণ সার্কিট, এ্যালোমিনিয়াম নাইট্রেট ঢুয়েল ওয়েল, এ্যালোমিনিয়া, লোহার বল, কাচের গুঁড়াসহ বোমা তৈরির বিভিন্ন ধরনের উপাদান রয়েছে। এসব দিয়ে বড় ধরনের বিস্ফোরণ ঘটানো সম্ভব। শুক্রবার সকালে ঝিনাইদহ সদর থানায় এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আলতাফ হোসেন এসব তথ্য জানান। গ্রেফতারকৃত নুর মোহাম্মদ হরিণাকু-ু উপজেলার কাপাশহাটিয়া গ্রামের মৃত নিয়ামত আলীর ছেলে। তিনি ঝিনাইদহ শহরের চাকলাপাড়ায় বসবাস করতেন। গত ১৯৯১ সালে তিনি সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। বর্তমানে তিনি জেলা জামায়াতের নায়েবে আমীরের দায়িত্ব পালন করতেন। গত ২ মার্চ থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে দাবি করে গত ৪ মার্চ নুর মোহাম্মদের ভাতিজা ফরিদ ঝিনাইদহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন। এ ছাড়া পরিবারের পক্ষ থেকে পুুলিশের কাছেও অভিযোগ করা হয়। ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন সংবাদ সম্মেলনে বলেন, জামায়াত নেতা নুর মোহাম্মদ নিখোঁজ হয়েছে দাবি করে গত ৩ মার্চ তার পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ করা হয়। অভিযোগে বলা হয়, নুর মোহাম্মদ গত ২ মার্চ ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা রোড থেকে নিখোঁজ হয়েছেন, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ খবর পাওয়ার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে পুলিশ জানতে পারেন নুর মোহাম্মদ নিখোঁজ নয়, গত দু’বছর ধরে পলাতক রয়েছেন। তার নামে দু’টি নাশকতার মামলা রয়েছে।
×