ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ভাতিজিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে যুবককে হত্যা

প্রকাশিত: ০৬:২৭, ১৭ মার্চ ২০১৬

ভাতিজিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে যুবককে হত্যা

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ ভাতিজিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় নগরীর রায়নগর এলাকায় এক যুবক খুন হয়েছেন। আহত হয়েছেন ২জন। নিহত বিপ্লব রায় (২৯) মেজরটিলা এলাকার বিজয় রায়ের ছেলে। মঙ্গলবার রাত দেড়টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আহতরা হলেন- রায়নগর ১৯ নম্বর গলির হরিলাল দাসের ছেলে অনন্ত লাল দাস (২৮) ও রায়নগর সেবক ১৩৩ নম্বর বাসার স্বপন দের ছেলে প্রীতম দে (২৬)। জানা যায়, বিপ্লব রায় দীর্ঘদিন নগরীর রায়নগর এলাকায় বসবাস করার পর কয়েক মাস আগে নগরীর মেজরটিলা এলাকায় চলে যান। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তার বন্ধু প্রীতম দে ও অনন্ত লাল দাসের সঙ্গে দেখা করতে রায়নগর পয়েন্টে আসেন। এ সময় তারা তিনজন সেখানে আড্ডা দিচ্ছিলেন। রাত সোয়া ১২টার দিকে ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ সিরাজের ছোট ভাই স্থানীয় যুবলীগ নেতা জামশেদ সিরাজ তাদের ডেকে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। আহত বিপ্লব রায়, প্রীতম দে ও অনন্ত লাল দাসকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিপ্লব। বিপ্লব রায়ের ভাতিজিকে উত্ত্যক্ত করত যুবলীগ নেতা জামশেদ সিরাজের অনুসারী বখাটে সুমন। এ নিয়ে আগেও একবার ঝামেলা হয়েছে। বিপ্লব এর প্রতিবাদ করলে সুমন তাকে দেখে নেবে বলে হুমকিও দিয়েছিল। এ বিষয়ে বিপ্লবের পরিবারের পক্ষ থেকে থানায় ডায়েরিও করা হয়। ওই ঘটনার জের ধরেই জামশেদ সিরাজ তাদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
×