ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতের কাছে বিধ্বস্ত বাংলাদেশের মেয়েরা

প্রকাশিত: ০৫:৫৩, ১৬ মার্চ ২০১৬

ভারতের কাছে বিধ্বস্ত বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস রিপোর্টার ॥ মঙ্গলবার থেকে শুরু হয়ে গেছে মহিলা টি২০ বিশ্বকাপ। আর শুরুতেই বড় একটি পরাজয় দেখল বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে স্বাগতিক ভারত মহিলা দলের কাছে ৭২ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশের মেয়েরা। প্রথম ব্যাট করে ভারত ৫ উইকেটে ১৬৩ রানের বড় সংগ্রহ গড়েছিল। জবাব দিতে নেমে ব্যাটিং ব্যর্থতায় ৫ উইকেটে মাত্র ৯১ রান করতে সক্ষম হয় জাহানারা আলমের দল। টস জিতে আগে ভারতের মেয়েদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। তবে সিদ্ধান্তটাকে ভুল প্রমাণ করতে থাকেন ভারতের দুই ওপেনার অধিনায়ক মিতালি রাজ ও ভেল্লাস্বামী ভানিতা। দারুণ খেলছিলেন এ দুই ব্যাটার। ৬২ রানের উদ্বোধনী জুটিটা ভেঙ্গে দেন নাহিদা আক্তার। ভানিতা ৩৮ রান করে ফেরত যান। স্মৃতি মানদানাকে অবশ্য উইকেটে আসামাত্রই তুলে নেন ফাহিমা খাতুন। তবে মিতালি-হারমানপ্রিত কর ৩২ রানের জুটি গড়ে বাংলাদেশকে নিয়ন্ত্রণ নিতে দেননি। মিতালি ৩৫ বলে ৪০ রানের ইনিংস খেলে বিদায় নেন। কিন্তু হারমানপ্রিত ও ভেদা কৃষ্ণমূর্তি ঝড় তোলেন। ৪ ওভারে ৪১ রানের জুটি গড়েন তারা। হারমানপ্রিত ২৯ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪০ রান করে ফিরে যান। এরপর কৃষ্ণমূর্তি শেষ পর্যন্ত ছিলেন। তার ২৪ বলে ২ ছক্কায় করা ৩৬ রানে বড় সংগ্রহ পায় ভারতীয় মেয়েরা। ৫ উইকেটে ১৬৩ রান সংগ্রহ করে তারা। দুটি করে উইকেট নেন ফাহিমা ও রুমানা আহমেদ। বোলাররা তেমন সুবিধা করতে পারেননি। আর সে কারণেই ভারতের ব্যাটসম্যানরা বড় একটি সংগ্রহ পেয়ে যায়। জবাব দিতে নামার পর সেই চাপটাই বড় হয়ে গেছে বাংলাদেশী ব্যাটারদের জন্য। আর ভারতীয় বোলাররাও প্রথম থেকে চেপে ধরেন দারুণ লাইনে বোলিং করে।
×