ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে চিকিৎসক ও চট্টগ্রামে ঝুট ব্যবসায়ী খুন

প্রকাশিত: ০৪:০০, ১৬ মার্চ ২০১৬

ঝিনাইদহে চিকিৎসক ও চট্টগ্রামে ঝুট ব্যবসায়ী খুন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে আব্দুল জাহেদ (৪৫) নামে এক ঝুট ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার রাতে নগরীর সদরঘাট থানাধীন কামাল গেট এলাকায় এ হত্যাকা-ের ঘটনা ঘটে। নিহত জাহেদ ওই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি ইসলামিয়া ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রয়েলের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাত ১২টার দিকে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রলীগ নেতা রয়েল গ্রুপ ও আনিস গ্রুপের কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় দু’পক্ষের মধ্যে বেশ কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়। সংঘর্ষের এক পর্যায়ে বাসার গেটের সামনে গুলিবিদ্ধ হন জাহেদ। গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সদরঘাট থানার এসআই আবুল কাশেম জানান, কামাল গেট এলাকায় রয়েল ও আনিসের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছিল। নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ থেকে জানান, কালীগঞ্জে আব্দুর রাজ্জাক (৫০) নামে এক হোমিও চিকিৎসককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ১০টার দিকে কালীগঞ্জ শহরের নিমতলা বাসস্ট্যান্ডে তার নিজ চেম্বার খোমেনি হোমিও হল থেকে বাড়ি যাওয়ার পথে বাসস্ট্যান্ডের পাশেই তাকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত আব্দুর রাজ্জাক কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামের হাশেম আলীর ছেলে। নিহত হোমিও চিকিৎসক আব্দুর রাজ্জাকের স্ত্রী শাহনাজ পারভীন বলেন, তার স্বামীকে মোবাইল ফোনে প্রায়ই হুমকি ধমকি দেয়া হতো। তিনি কোরানে হাফেজ ছিলেন। স্থানীয় শত্রুতার জের ধরে এ হত্যাকা-ের ঘটনা ঘটতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। সীতাকু-ে উদীচী নেতার লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, সীতাকু-, চট্টগ্রাম থেকে জানান, উদীচী সীতাকু- শাখার সাবেক সভাপতি দীপক দের (৬১) রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় উপজেলার জোরামতল পাক্কা মসজিদ এলাকার শ্রমিক কলোনির পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত ঘরে ফাঁসিতে ঝোলানো অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাহেরা বেগম নামে এক মহিলাকে আটক করেন পুলিশ। তিনি পৌর সদরের মধ্যম মহাদেবপুর এলাকার স্বর্গীয় রামচন্দ্র দের পুত্র। গাইবান্ধায় গৃহবধূ নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা থেকে জানান, পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের নারায়ণপুর গ্রামে গত সোমবার রাতে আঁখি আকতার (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আঁখি আকতার ওই গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী। স্থানীয়রা জানান, দুই বছর আগে আঁখির সঙ্গে সাইফুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। ব্রাহ্মণবাড়িয়ায় শিশু স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, সরাইলে নিখোঁজের একদিন পর পুকুর থেকে ফাহিম মিয়া (১০) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার সৈয়দটুলা গ্রামের পুকুর থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত ফাহিম সৈয়দটুলা গ্রামের ধন মিয়ার ছেলে। সে স্থানীয় আলীমনগর মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র। বরিশালে ছাত্রী স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে জানান, নগরীর দপদপিয়ার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু থেকে কীর্তনখোলা নদীতে ঝাঁপ দেয়ার দু’দিন পর ছাত্রী আঁখি গাইনের (২০) লাশ সোমবার রাতে উদ্ধার করেছে পুলিশ। জেলার বানারীপাড়া উপজেলার কচুয়া গ্রামের আঁখি বরিশাল নার্সিং ইনস্টিটিউটের পুরনো প্রথম বর্ষের ছাত্রী।
×