ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ইবিতে কর্মকর্তাদের হাতে রেজিস্ট্রার লাঞ্ছিত

প্রকাশিত: ০৫:৫২, ১৩ মার্চ ২০১৬

ইবিতে কর্মকর্তাদের হাতে রেজিস্ট্রার লাঞ্ছিত

ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফকে লাঞ্ছিত করেছেন। জানা যায়, গত ২ মার্চ কর্মকর্তারা তাদের দাবি আদায়ের লক্ষ্যে ভিসি অধ্যাপক আবদুল হাকিম সরকারের কার্যালয় অবরোধ করে। এ অবরোধের কারণে বিশ্ববিদ্যালয়ে কর্তাব্যক্তি এবং শিক্ষক সমিতির সভাপতিসহ কয়েকজন শিক্ষক অবরুদ্ধ হয়ে পড়েন। শিক্ষকদের অবরুদ্ধ রাখার কারণে শিক্ষক সমিতির বিচার দাবি করে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য অধ্যাপক ড. রুহুল কুদ্দুস মোঃ সালেহকে আহ্বায়ক করে ৭ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমটি গঠন করা হয়। এতে রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ স্বাক্ষর করেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রেজিস্ট্রার তদন্ত কমিটিতে স্বাক্ষর করায় শনিবার দুপুর ১ টার দিকে কর্মকর্তা সমিতির সভাপতি মোহাম্মদ সোহেল, সাধারণ সম্পাদক মোঃ আহসানুল (হাসান), প্রো-ভিসির পিএস আব্দুল হান্নান, মোঃ আলমগীর হোসেন খান এবং নওয়াব আলীসহ ১৫-২০ কর্মকর্তা রেজিস্ট্রারের অফিসে গিয়ে তার ওপর চড়াও হয়। তারা রেজিস্ট্রার অফিসে গিয়ে চেয়ার টেবিলে লাথি মারে এবং রেজিস্ট্রারের সঙ্গে অসৈাজন্যমূলক আচরণ করে। একপর্যায়ে আব্দুল হান্নান রেজিস্ট্রারকে মারার জন্য তেড়ে যায়। এ বিষয়ে কর্মকর্তা সমিতির সভাপতি মোহাম্মদ সোহেল বলেন, ‘কি কারণে তদন্ত কমিটি গঠন করা হয় তা জানার জন্য আমরা রেজিস্ট্রার অফিসে গিয়েছিলাম। পেছন থেকে হট্টগোল হলেও পরে আমি তাদের থামিয়ে দেই। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন, ‘তদন্ত কমিটিতে স্বাক্ষর করার কারণে তারা আমার ওপর চড়াও হয়। কর্মকর্তারা যে আচরণ করেছে সেটা কাম্য নয়।’
×