ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুলিশের পদোন্নতি থমকে গেছে প্রশাসনিক জটিলতায়

প্রকাশিত: ০৫:০৫, ১২ মার্চ ২০১৬

পুলিশের পদোন্নতি থমকে গেছে প্রশাসনিক  জটিলতায়

রশিদ মামুন ॥ প্রশাসনিক জটিলতায় আটকে গেছে পুলিশের পদোন্নতি। প্রধানমন্ত্রী পুলিশ বাহিনীকে শক্তিশালী করার জন্য ৫০ হাজার নতুন পদ সৃষ্টির ঘোষণা দিয়েছেন। এর মধ্যে এখন পর্যন্ত ১৩ হাজার ৮৮৮ পদ সৃষ্টি করা হলেও আটকে আছে পদায়ন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মন্ত্রণালয়ের সময়ক্ষেপণের সঙ্গে পুলিশের গাফিলতির কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী সম্প্রতি সংসদে জানান, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে নতুন ৫০ হাজার পদ সৃজনের বিষয়ে গত বছরের ১১ জানুয়ারি নীতিগত অনুমোদন দেয়া হয়। ইতোমধ্যে বিভিন্ন ইউনিটের জন্য ১৩ হাজার ৮৮৮টি পদ সৃজন করা হয়েছে। পর্যায়ক্রমে প্রয়োজন অনুসারে বাকি পদ সৃজন করা হবে। সূত্র বলছে, প্রধানমন্ত্রীর ঘোষণার পর গত বছর জানুয়ারিতে এ বিষয়ে নীতিগত অনুমোদনও দেন তিনি। এরপর বিভিন্ন রেঞ্জের কাছ থেকে পদ সৃষ্টি করে সুপারিশ করতে বলা হয়। কিন্তু যথাসময়ে ওই সুপারিশ করতে পারেনি পুলিশ বিভাগ। এই প্রক্রিয়ায় ক্যাডার পদের বাইরেও পুলিশের নন-ক্যাডার কর্মকর্তা হিসেবে ইন্সপেক্টর, এএসআই, সার্জেন্টের পদোন্নতি হওয়ার কথা। একই সঙ্গে পুলিশের জন্য প্রত্যেক জেলায় পদ সৃষ্টি ও নতুন যানবাহন ক্রয় করা হবে। যাতে পুলিশের সক্ষমতা বৃদ্ধি পাবে। একই সঙ্গে সেবার মানও বাড়বে। অর্থ মন্ত্রণালয়ের সারসংক্ষেপ থেকে জানা যায়, গত বছর ১৪ সেপ্টেম্বর ঢাকা রেঞ্জের জন্য চার হাজার ৫২৬টি নতুন পদ সৃষ্টি করে অনুমোদনের সুপারিশ করা হয়। পরবর্তীতে আরও এক হাজার ৬৭টি পদ সৃষ্টি করা হয়। কিন্তু এর এক সপ্তাহ পর ২১ সেপ্টেম্বর এক নির্দেশনায় বলা হয়, ঢাকা রেঞ্জের কর্মচারীদের জন্য নতুন পদ সৃষ্টি করলে অন্য ছয়টি রেঞ্জ থেকেও দাবি উঠবে। সঙ্গত কারণে সব রেঞ্জে কীভাবে নতুন পদ সৃষ্টি করে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে পদোন্নতির ব্যবস্থা করা যায় সে বিষয়ে একটি প্রস্তাব জমা দিতে বলা হয়। ওই সময় কেবলমাত্র একটি রেঞ্জের অর্থাৎ ঢাকার জন্য পদোন্নতি প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। অর্থ বিভাগ বলছে ৫০ হাজার নতুন পদ সৃষ্টি করলেও বাস্তবায়নের কোন সময় নির্দিষ্ট করা হয়নি। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর অর্থ বিভাগ ১৬ হাজার ১৬৩টি পদ সৃষ্টির বিষয়ে সম্মতি দেয়। নতুন বেতন কাঠামো অনুযায়ী এজন্য বাড়তি দেড় হাজার কোটি টাকা ব্যয় হবে। বর্ধিত অর্থ ব্যয়ের কারণে অর্থ বিভাগ দুটি অর্থ বছরে পর্যায়ক্রমে পদগুলো পূরণের নির্দেশনা দেয়। বিষয়টিতে সম্মতি দেয় পুলিশ সদরদফতর। ওই সিদ্ধান্তের ভিত্তিতে পুলিশের প্রত্যেকটি রেঞ্জকে কর্মচারীদের পদ সৃজন করে সুপারিশ জমা দিতে বলা হয়। কিন্তু নির্ধারিত সময়ে ঢাকা রেঞ্জ ছাড়া কেউ সুপারিশ জমা দিতে পারেনি। সঙ্গত কারণে ওই পদোন্নতি প্রক্রিয়া স্থগিত করা হয়। যদিও গত জানুয়ারিতে অর্থ বিভাগের ব্যয় নিয়ন্ত্রণ অধিশাখার উপসচিব বিলকিস জাহান রিমি স্বাক্ষরিত একটি পত্রে বলা হয়, ঢাকা বিভাগের ৫৫টি ক্যাডার পদ স্থায়ীভাবে এবং চার হাজার ৪৭১টি পদ অস্থায়ীভাবে মিলিয়ে ৪ হাজার ৫২৬ পদের জন্য অনুমোদন দেয়া হলো। একই সঙ্গে ঢাকা রেঞ্জের ১৭ জেলার জন্য ৭১২টি যানবাহন ক্রয়ের অনুমোদনের কথাও জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো পত্রে জানানো হয়, এই পদগুলো প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ৫০ হাজার পদের মধ্যে সমন্বয় করতে হবে। পুলিশ সদস্যদের সঙ্গে আলাপ করে জানা গেছে, নতুন পদ সৃষ্টির পরও তাদের পদোন্নতি আটকে থাকায় হতাশ তাঁরা। বিশেষ করে ঢাকা রেঞ্জের কয়েকজন পুলিশ সদস্য তাদের এই হতাশার কথা জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আবেদন করেছেন। তাঁরা বলছেন পদোন্নতির জন্য পরীক্ষায় উত্তীর্ণ হলে ৩১ ডিসেম্বর পর্যন্ত তা মূল্যায়ন করা হয়। এরপর কোন কারণে পদোন্নতি না হলে নতুন করে আবার মূল্যায়ন পরীক্ষা দিতে হয়। প্রধানমন্ত্রী ঘোষণা দেয়ার পর পদ সৃষ্টি করা হয়েছে কিন্তু প্রশাসনিক জটিলতার কারণে পদোন্নতি হচ্ছে না। যেহেতু ৩১ ডিসেম্বর অতিক্রান্ত হয়েছে তাই নতুন করে আবার পদোন্নতির পরীক্ষায় বসতে হলে তাদের প্রতি অবিচার করা হবে। আর অর্থ বিভাগ থেকে পদ সৃজনের অনুমোদনও দেয়া হয়েছে বছরের শুরুতে। অর্থাৎ ৩১ ডিসেম্বর অতিক্রান্ত হয়ার পর। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করা আবেদনে বলা হয়েছে, যেহেতু প্রধানমন্ত্রী বছরের শুরুতে পদ সৃজনের অনুমোদন দিয়েছেন তাই তারা এই পদের দাবিদার। এদিকে অর্থ বিভাগের সিনিয়র সচিব মাহবুব আহমেদ স্বাক্ষরিত একটি সারসংক্ষেপে নতুন পদ সৃজন নিয়ে ১৫ দফা নির্দেশনার কথা বলা হয়েছে। এতে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি, ক্যাডার পদ এবং যানবাহন টিওএন্ডডি ভুক্তকরণে প্রধানমন্ত্রীর অনুমোদন নেয়ার কথা বলা হয়েছে। পুলিশের অন্যান্য পদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিতে বলা হয়েছে। অর্থ বিভাগ সূত্র জানায়, ২০১১-১২ এর তুলনায় ২০১৪-১৫তে পুলিশের জন্য ব্যয় বেড়েছে দুই হাজার ৮৭৫ কোটি টাকা। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ৩২ হাজার ৩১টি পদের জন্য এই ব্যয় বৃদ্ধি পেয়েছে। এতে পুলিশে জনবল বেড়েছে। আগের তুলনায় শক্তিশালীও হয়েছে পুলিশ বাহিনী।
×