ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে বিমান দুর্ঘটনা ॥ আহত কো-পাইলট শঙ্কামুক্ত

প্রকাশিত: ০৫:০৪, ১২ মার্চ ২০১৬

কক্সবাজারে বিমান  দুর্ঘটনা ॥ আহত কো-পাইলট  শঙ্কামুক্ত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ কক্সবাজারে চিংড়ি পোনাবাহী কার্গো বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া কো-পাইলট ভ্লাদিমিরের অবস্থা আশঙ্কামুক্ত। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পঞ্চমতলার কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। দিনক্ষণ গুনছেন কখন সুস্থ হবেন, আর কখন নিজ দেশ ইউক্রেনে ফিরে যাবেন। তবে চিকিৎসকরা বলেছেন, দুর্ঘটনায় মৃত্যুর দুয়ার থেকে ফিরে এলেও পুরোপুরি সুস্থ হতে যথেষ্ট সময় লাগবে। শুক্রবার হাসপাতালে গিয়ে দেখা গেছে, ভøাদিমির পঞ্চমতলার একটি কেবিনে শুয়ে রয়েছেন। পা দুটো হাঁটুর উপরে পর্যন্ত ব্যান্ডেজ করা। হাতে, কনুইতে, মুখে, ঠোঁটে কাটা-ছেঁড়া। রক্ত জমাট বেঁধে আছে। কেমন বোধ করছেন জানতে চাইলে তিনি জানান, ইউক্রেনে ফিরতে পারলেই আমার শান্তি। স্ত্রী ও ছেলে মেয়েরা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। তাদের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়। তারা কান্নাকাটি করছে শুনলে আমিও কাঁদি। কী করব, ভাগ্য ভাল যে বেঁচে আছি। সহকর্মীরা কে কোথায় আছে জানি না। নিজ দেশে ফিরে যাওয়ার আকুতি জানিয়ে বলেন, একটু যদি সুস্থ হই, কোম্পানি যদি টিকেটটা করে দেয় তবে সোজা উড়ে যাব ইউক্রেন। বাকি দিনগুলো সেখানেই কাটাতে চাই। প্রসঙ্গত, গত বুধবার চিংড়ি পোনাবাহী কার্গো বিমানটি যশোর যাওয়ার পথে কক্সবাজার নাজিরাটেক সমুদ্র পয়েন্টে বিধ্বস্ত হয়। এতে ঘটনাস্থলেই পাইলটসহ তিনজনের মৃত্যু হয়। বিমানটিতে থাকা কো-পাইলট ভøাদিমির গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার হাসপাতালে ভর্তি করায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
×