ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় হামলায় চেয়ারম্যানসহ আহত পাঁচ

প্রকাশিত: ০৪:১৭, ১১ মার্চ ২০১৬

সাতক্ষীরায় হামলায় চেয়ারম্যানসহ আহত পাঁচ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলুর ওপর হামলা করেছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা। এ ঘটনায় প্রণব ঘোষ বাবলুসহ পাঁচ জন মারাত্মক আহত হয়েছেন। চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলুর অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাত দেড়টার দিকে উপজেলার হরিৎচন্দ্র পূজা মন্দির সংলগ্ন এলাকায় নির্বাচনী প্রচার চালানোর সময় এ হামলার ঘটনা ঘটে। এলাকবাসী জানান, বর্তমান চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলুকে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন দেয়া হয়। আর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সরদার রাজু আহমেদকে দল মনোনয়ন না দিলেও বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন । প্রণব ঘোষ বাবলুর সমর্থকদের অভিযোগ, রাজুর লোকজনই গণসংযোগের সময় হামলা চালায়। এ সময় রড দিয়ে তার মাথায় ও শরীরে বেধরক মারধর করা হয়। এ ঘটনায় চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলুসহ পাঁচজন মারাত্মক আহত হয়েছেন। মুন্সীগঞ্জে কর্মিসভায় হামলা ॥ আহত ২০ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ থেকে জানান, সিরাজদিখান উপজেলার লতব্দি ইউনিয়নের খিদিরপুর প্রামে আওয়ামী লীগের কর্মিসভা চলাকালে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। এ সময় দু’টি মোটরসাইকেল ও কর্মিসভার বেশ কিছু চেয়ার ভাংচুর করা হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় খিদিরপুর প্রামে আওয়ামী লীগের কর্মিসভা চলছিল। এ সময় বাক-বিত-তার এক পর্যায়ে আসন্ন লতব্দি ইউপি নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এস এম সোহরাব হোসেন ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান ফজলুল হকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। বরিশালে দুই চেয়ারম্যান প্রার্থী লাঞ্ছিত স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে জানান, আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের স্বজন হারানো লোকজনের হামলায় আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত দুই চেয়ারম্যান প্রার্থী লাঞ্ছিত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গ্রামের আব্দুল হক বাহাদুরের পুত্র ও বাগধা বাজারের ব্যবসায়ী ইব্রাহিম বাহাদুরকে (১৮) চলতি বছরের ৪ জানুয়ারি রাতে বাগধা গ্রামের নুরুল ইসলাম শেখের পুত্র দিনার (২০) ছুরিকাঘাত করে জবাইয়ের চেষ্টা চালায়। দিনার ওই ইউনিয়নের চেয়ারম্যান ও বর্তমান আ’লীগ মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম বাবুল ভাট্টির বোনের ছেলে। আশঙ্কাজনক অবস্থায় দীর্ঘদিন চিকিৎসাধীন থেকে মঙ্গলবার রাতে ঢাকার একটি হাসপাতালে ইব্রাহিম মারা যায়। ইব্রাহিমের মৃত্যুর খবর শুনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম বাবুল ভাট্টি বুধবার সন্ধ্যায় শোকাহত ওই বাড়িতে সমবেদনা জানাতে যান। কলাপাড়ায় প্রার্থীর ভাইয়ের বাসায় হামলা নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া থেকে জানান, টিয়াখালী ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী গাজী আক্কাস উদ্দিনের বড় ভাই গাজী আব্বাস উদ্দিন বাচ্চুর কলাপাড়া পৌরশহরের শের-ই-বাংলা সড়কের বাসায় হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বুধবার রাত পৌনে নয়টার দিকে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গাজী আব্বাস উদ্দিন বাচ্চু ঝুনা কালামকে প্রধান করে ১৪ জনের নাম উল্লেখ করে বুধবার রাতে কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
×