ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আগে আয়নায় নিজের চেহারা দেখুন ॥ খালেদার প্রতি নাসিম

প্রকাশিত: ০৫:৪৭, ১০ মার্চ ২০১৬

আগে আয়নায় নিজের চেহারা দেখুন ॥ খালেদার প্রতি নাসিম

বিশেষ প্রতিনিধি ॥ অন্যের সম্পর্কে কথা বলার আগে ‘আয়নায় নিজের চেহারা’ দেখে নেয়ার জন্য বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। একই সঙ্গে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সম্পর্কে কথা বলার আগে ভদ্রতা ও শালীনতা বজায় রাখার জন্য তাঁর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, খালেদা জিয়া ও তাঁর দল বিএনপির কাছ থেকে আওয়ামী লীগকে ভদ্রতা বা শালীনতা শিখতে হবে না। তাদের অশালীন আচরণ, ঘৃণ্য ও হিংস্র রূপ দেশবাসী অনেকবারই দেখেছে। খালেদা জিয়া এটি ভুলে গেলেও দেশবাসী কখনও তা ভুলবে না। বুধবার বিকেলে সচিবালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভা কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার নারী দিবস উপলক্ষে মহিলা দলের নেত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে খালেদা জিয়ার দেয়া বক্তব্যের জবাব দিতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুধু ‘হাসিনা’ বলে সম্বোধন করায় খালেদা জিয়ার কঠোর সমালোচনা করে মোহাম্মদ নাসিম বলেন, বিএনপির নেত্রীর উন্মাদের মতো বক্তব্য শুনে বিস্মিত হয়েছি। তিনি (খালেদা জিয়া) যখন কথা বলেন তখন প্রতিবারই প্রধানমন্ত্রীকে শুধু ‘হাসিনা’ বলেন! এটি তাঁর কোন ধরনের শালীনতা, ভদ্রজনিত উক্তি? কোন ধরনের ভদ্রতা-সভ্যতা? শেখ হাসিনা শুধু দেশের প্রধানমন্ত্রীই নন, তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। তাঁর পুরো নাম না বলে খালেদা জিয়া উন্মাদের মতোই প্রতিদিন শালীনতাহীন বক্তব্য দিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী সম্পর্কে কথা বলার সময় খালেদা জিয়াকে শালীনতা নিয়ে কথা বলার আহ্বান জানান তিনি। বিএনপি নেত্রী খালেদা জিয়ার উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি নেত্রীর মুখে ভদ্রতা ও শালীনতার কথা শুনে সত্যিই অবাক। আপনি (খালেদা জিয়া) ক্ষমতায় থাকতে আপনারই মনোনীত তৎকালীন রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীকে বঙ্গভবন থেকে টেনেহিঁচড়ে বের করে দিয়েছিলেন, আপনার দলের নেতারা তাঁকে রেললাইনের ওপর দিয়ে দৌড়ে পালিয়ে যেতে বাধ্য করেছিল। তখন আপনার ভদ্রতা বা শিষ্ঠতা কোথায় ছিল? ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বাংলাদেশ সফরের সময় তাঁর সঙ্গে সাক্ষাত না করে খালেদা জিয়ার হরতাল আহ্বানের প্রসঙ্গ তুলে ধরে মোহাম্মদ নাসিম বলেন, একজন বিদেশী অতিথি, বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে খালেদা জিয়া যে আচরণ করেছেন, এটা কোন সভ্যতার মধ্য পড়ে? এটা করে তিনি (খালেদা জিয়া) দেশের ভাবমূর্তি কলুষিত করেননি, দেশের ভাবমূর্তিও ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন। সে সময়ে খালেদা জিয়া যে আচরণ করেছিল, সেটা কোন সভ্যতা বা ভদ্র আচরণের মধ্যে পড়ে? ‘আজ মহিলারা কোথায় নিরাপদ নয়, শিশুরাও নির্যাতিত’ খালেদা জিয়ার এ বক্তব্যের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, কথা বলার আগে বিএনপি নেত্রীর আয়নায় নিজের চেহারা দেখা উচিত। ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত দফায় দফায় আপনি যেভাবে নারী-শিশুসহ নিরীহ শত শত মানুষকে পেট্রোল বোমা মেরে জ্বালিয়ে-পুড়িয়ে হত্যা করেছেন, দেশের মানুষ তা এখনও ভুলে যায়নি। যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন কিভাবে আপনার দলের নেতারা মেয়েদের ধর্ষণ করে হত্যা করেছিল, ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে আইভী রহমানসহ ২৪ জনকে হত্যা করেছেন- সে কথা খালেদা জিয়া ভুলে গেলেও দেশের জনগণ কখনও ভুলবে না। ‘আওয়ামী লীগ জোর করে ক্ষমতা দখল করে আছে’- খালেদা জিয়ার এমন বক্তব্যের জবাবে ১৪ দলের এ মুখপাত্র বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন, যা সারা বিশ্বে স্বীকৃত। জনগণ আমাদের ভোট দিয়ে ক্ষমতায় এনেছে। আসলে জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়েই বিএনপি নেত্রী এখন এসব কথা বলছেন। আওয়ামী লীগ কখনও জোর করে ক্ষমতায় আসেনি, ভবিষ্যতেও আসবে না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের বাইরে ক্ষমতায় যাওয়ার চিন্তা কখনও করে না আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলায় বিএনপি নেত্রী খালেদা জিয়ার সমালোচনা করে মোহাম্মদ নাসিম বলেন, মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদের মহান আত্মত্যাগ নিয়ে খালেদা জিয়ার প্রশ্ন তোলা শহীদদের জন্য অপমানজনক। এ ধরনের দুঃখজনক উক্তি আর কী হতে পারে? বিএনপির আরেক নেতা শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে যে কথা বলেছেন, তা কোন ধরনের শালীনতা বা ভদ্রতার মধ্যে পড়ে সে প্রশ্নও রাখেন তিনি। ‘১৫টি মামলা নিয়ে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন’- বিএনপি নেতা খোন্দকার মোশাররফ হোসেনের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের এই নেতা বলেন, মোশাররফ হোসেন একজন শিক্ষিত মানুষ। তিনি কীভাবে একথা বলতে পারেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন জনগণের ভোটে। কাউন্সিলরদের ভোটে প্রধানমন্ত্রী হননি। আসলে বিএনপি নেতাদের এসব কথা হাস্যকর ছাড়া আর কিছুই নয়।
×