ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

নারী দিবসে গান কবিতা নাটকে স্নিগ্ধ রবীন্দ্র সরোবর

প্রকাশিত: ০৬:০০, ৯ মার্চ ২০১৬

নারী দিবসে গান কবিতা নাটকে স্নিগ্ধ রবীন্দ্র সরোবর

স্টাফ রিপোর্টার ॥ সমতার সমাজ বিনির্মাণের অঙ্গীকারে উদ্যাপিত হলো আন্তর্জাতিক নারী দিবস। দিনভর নানা আয়োজনে উচ্চারিত হয়েছে নারীর জয়যাত্রার কথা। লিঙ্গ বৈষম্যকে পরাজিত করে ব্যক্ত হয়েছে নারীর এগিয়ে চলার প্রত্যয়। সেই আনুষ্ঠানিকতার রেশ ধরে মঙ্গলবার বসন্তের বিকেল থেকে রাত অবধি স্নিগ্ধ রূপ পায় ধানম-ির রবীন্দ্র সরোবর মঞ্চ। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গান, কবিতা ও নাট্য প্রদর্শনীর আয়োজন করা হয় নিসর্গের জল-হাওয়া আবৃত এই মুক্ত মঞ্চে। সেই সঙ্গে খেলাধুলায় আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জনকারী দুই নারীকে দেয়া হয় সম্মাননা। ‘ক্ষমতায়িত নারী, জাগ্রত বিবেকÑ দুর্নীতি রুখবেই’ প্রতিপাদ্যে নারী দিবসের এই দুর্নীতিবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। অনুষ্ঠানের শুরুতেই গাওয়া হয় জাতীয় সঙ্গীত। অনেকগুলো কণ্ঠ এক সুরে গেয়ে শোনায়- আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি...। গ্রামীণ নারীদের জীবনের বাস্তবতা তুলে ধরে অপরাজয় বাংলাদেশ মঞ্চস্থ করে ‘কাজল কালো রাত’ নাটকটি। বাকার বকুলের রচনায় পথনাটকটির নির্দেশনায় ছিলেন মিঠুন রায়। কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতকে আশ্রয় করে মঞ্চে আসেন টিআইবির ইয়েস দলের সদস্য নিটোল। পরিবেশন করেন আমি তোমারি মাটির কন্যা, জননী বসুন্ধরা/তবে আমার মানবজন্ম কেন বঞ্চিত করা...। স্বাগত বক্তব্য রাখেন টিআইবির আউটরিচ এ্যান্ড কমিউনিকেশন্স পরিচালক রিজওয়ান-উল-আলম। তিনি বলেন, এক গবেষণায় বেরিয়ে এসেছে দুর্নীতির প্রধানতম শিকার হচ্ছে নারী ও শিশু। এ অবস্থার অবসান ঘটিয়ে নারীকে নারী হিসেবে না দেখে দেখতে হবে মানুষ হিসেবে। অনুষ্ঠানে সাউথ এশিয়ান গেমসে স্বর্ণজয়ী দুই সোনার মেয়েকে প্রদান করা হয় সম্মাননা। তাঁরা হলেনÑ ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত ও সাঁতারু মাহফুজা খাতুন শীলা। সম্মাননাপ্রাপ্তির অনুভূতি প্রকাশ করে মাবিয়া আক্তার বলেন, নারী দিবসের এ সম্মাননা পেয়ে আমি গর্বিত। আমি নিজেকে আরও এগিয়ে নিতে চাই। আগামী অলিম্পিক গেমসে বাছাইপর্বে নির্বাচিত হতে চাইÑ এজন্য সবার আশীর্বাদ কামনা করছি। অনুভূতি প্রকাশ করে মাহফুজা খানম বলেন, আমার জীবনের প্রথম সম্মাননাটি পেলাম নারীর দিবসে। আমাদের দেখে সবাই শিখবে ও এগিয়ে যাবে। প্রতিটি ক্ষেত্রেই পুরুষের সঙ্গে সমান্তরালভাবে এগোতে হবে নারীকে। দেশের পতাকাকে তুলে ধরতে হবে বিশ্বের বুকে। এই দুই নারী ক্রীড়াবিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। এছাড়াও অনুষ্ঠানে নেপালের এএফসি অনুর্ধ-১৪ টুর্নামেন্টের আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে শিরোপাজয়ী বাংলাদেশ ফুটবল দলে অংশগ্রহণকারী কলসুন্দর ফুটবল দলের খেলোয়াড়দেরও সম্মাননা জানানো হয়। নারী দিবসের আয়োজনের কবিতার দোলায়িত ছন্দে বৃন্দ আবৃত্তি উপস্থাপন করেন ঢাকা ইয়েস দলের সদস্যরা। বাংলার শিকড় আশ্রিত ভাওয়াইয়া গান শোনান মহিতোষ। নাটক মঞ্চস্থ করে মানবাধিকার নাট্য পরিষদ। ‘জাগো মানুষ জাগো দুর্নীতি প্রতিরোধে জাগো’ শীর্ষক টিআইবির থিম সংয়ের সঙ্গে ছিল কোরিওগ্রাফি। নৃত্য পরিবেশন করেন পল্লবী ডান্স একাডেমির শিল্পীরা। সঙ্গীত পরিবেশন করে এসিড সারভাইভার্স ফাউন্ডেশনের নিজস্ব গানের দল। জাদুঘরে নারী দিবসের আলোচনা ॥ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মঙ্গলবার আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয় জাদুঘর। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জাদুঘরের সচিব রমজান আলী। আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তৃতা করেন জাদুঘরের জনশিক্ষা বিভাগের কীপার নূরে নাসরীন। স্বপ্নদলের নারী-নাট্যকর্মী সম্মাননা ॥ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মঙ্গলবার শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হয় স্বপ্নদলের প্রযোজনা চিত্রাঙ্গদা। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে কাব্যনাটকটির নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। ভাঙ্গা-গড়া নাট্যোৎসব ॥ ‘মঞ্চে নাটক দেখুন, ঐতিহাসিক মহিলা সমিতি মঞ্চে আসুন’ সেøাগানে রাজধানীর নাটক সরণি নামে পরিচিত বেইলী রোডের মহিলা সমিতি মঞ্চে চলছে মাসব্যাপী ‘ভাঙ্গা-গড়া নাট্যোৎসব’। গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত এ উৎসবের দশম দিন ছিল মঙ্গলবার। এদিন সন্ধ্যায় মঞ্চস্থ হয় ঢাকা থিয়েটারের নাটক ‘ঘরজামাই’। ফরাসী নাট্যকার মলিয়েরের রচনা থেকে নাটকটির রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন গোলাম সারোয়ার। উৎসবের ১১তম দিন আজ বুধবার একই মঞ্চে ম আ সালাম নির্দেশিত নাটক ‘কয়লা রংয়ের চাদর’ পরিবেশন করবে দৃষ্টিপাত নাট্য সংসদ। নারী দিবসে রাবিতে চিত্রকর্ম প্রদর্শনী ॥ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মঙ্গলবার থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তিন দিনব্যাপী চিত্রকর্ম প্রদর্শনী শুরু হলো। জনকণ্ঠের রাজশাহী বিশ্ববিদ্যালয় সংবাদদাতা জানান, প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের ১৬ জন তরুণ শিক্ষার্থীর তুলির ছোঁয়ায় উদ্ভাসিত হয়েছে নারীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের করুণ চিত্র এবং একই সঙ্গে ক্যানভাসে উঠে এসেছে নারীদের অগ্রযাত্রার প্রতিচ্ছবি। বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রইং এ্যান্ড পেইন্টিং, প্রিন্টমেকিং এবং ওরিয়েন্টাল বিভাগের ১৬ শিক্ষার্থী এ প্রদর্শনীর আয়োজন করেন। মঙ্গলবার সকাল ১০টায় ওই বিভাগের অধ্যাপক জিতেন্দ্র কুমার শর্মা মেলার উদ্বোধন করেন। প্রদর্শনীতে স্থান পাওয়া ৫০টি চিত্রকর্ম বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের উত্তর দিকের দেয়ালে দেয়ালে সাঁটানো হয়েছে। একেকটি চিত্রকর্ম ফুটিয়ে তুলেছে কর্মজীবী নারীর অগ্রযাত্রা, গৃহকাজে তাদের অবদান এবং ঘরে-বাইরে প্রতিনিয়ত ঘটে চলা নারীর প্রতি শারীরিক ও মানসিক নির্যাতন ও যৌন সহিংসতার চিত্র। প্রদর্শনীতে অংশ নেয়া তাসনুভা রশিদ অন্তরা বলেন, আমাদের ১৬ জনের মধ্যে ১৩ জনই মেয়ে। তাই নারী দিবসকে সামনে রেখে এ রমক একটি চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করেছি। আমরা কাজের মাধ্যমে নারীর অধিকার আদায়ের সংগ্রামকে তুলে ধরার চেষ্টা করেছি। এছাড়া নারী দিবসকে কেন্দ্র করে রাজশাহীতে বাংলাদেশ মহিলা পরিষদের চিত্রকর্ম প্রদর্শনী ও রাবি ড্রামা এ্যাসোসিয়েশনের সাংস্কৃতিক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
×