ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বনবিভাগের জমি ভূমিখেকোদের দখলে

প্রকাশিত: ০৪:২৬, ৮ মার্চ ২০১৬

বনবিভাগের জমি ভূমিখেকোদের দখলে

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ৭ মার্চ ॥ মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্প এলাকায় বনবিভাগের জমি দখল ও বেচাকেনা করে লাখ লাখ টাকার বাণিজ্য করছে ভূমিখেকো চক্র। তাদের মদদ দিচ্ছে স্থানীয় প্রভাবশালীরা। সরেজমিনে গিয়ে চোখে পড়ে সরকারী সম্পত্তি লুটপাটের দৃশ্য। ভাদুড়ীর বাজারের সি এস ৯৭০ ও ৯৬৭ দাগে মোট ১ একর ৭৩ হুকুম দখলকৃত জমি অনেক আগেই দখল হয়ে পাকা ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান নির্মিত হয়েছে। পরবর্তীতে তাদের নজর পড়ে মধ্যপাড়া রেঞ্জের ফরেস্টের জমির ওপর। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানায়, আসাদুল মেম্বারের নেতৃত্বে সংঘবদ্ধ ভূমি সন্ত্রাসীরা ফরেস্ট ল্যান্ড দখল করে লাখ লাখ টাকার পজেশন বাণিজ্য করছে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে হাট কমিটি স্থানাভাবে হাইওয়ের পাশে ফরেস্টের জায়গায় কাঁচাবাজার বসিয়েছে। এখানেও ছোবল মেরেছে সন্ত্রাসী চক্র। বাজার উন্নয়নের নামে প্রায় ২শ’ ক্ষুদ্র দোকানদের কাছে পজেশন বাবদ ১ থেকে দেড় লাখ টাকা পর্যন্ত আদায়ের অভিযোগ রয়েছে। কাঁচাবাজার দোকানদাররা জানান, অবৈধ দখলদার চিহ্নিত করে ফরেস্ট বিভাগ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। হাট কমিটির লোকজন যারা তাদের বসিয়েছে এখন তারা ধরা দিচ্ছে না। নিরুপায় হয়ে ঘুরতে হচ্ছে। এলাকায় ঘুরে যাকে যেখানে পাওয়া যায় জিঙ্গেস করলে জানা যায় সংঘবদ্ধ সন্ত্রাসীরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ভূমি দখল থেকে শুরু করে এমন কোন খারাপ কাজ নেই যা তারা করে না। অসৎ পথে থেকে তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। আইন ও থানা পুলিশকে তারা তোয়াক্কা করে না। শান্তিকামী মানুষ তাদের কাছে জিম্মি। হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন শাহ জানান, মধ্যপাড়ার বনবিভাগের জায়গা দখলসহ সকল অপরাধজনিত বিষয়ে উপজেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে উত্থাপন করেছি। প্রশাসন ব্যবস্থা নেয়নি। হরিরামপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সোহাগ জানান, ভূমিদস্যুদের তিনি প্রশ্রয় দেন না। মধ্যপাড়া ফরেস্ট রেঞ্জের রেঞ্জার রণজিবুল আমিন সোমবার জানান, মধ্যপাড়া রেঞ্জের অধীনে ফরেস্ট ল্যান্ড দখল ও বেহাত দীর্ঘদিনের সমস্যা। জনপ্রতিনিধি ও প্রশাসনকে সম্পৃক্ত করে দখল প্রতিরোধ অভিযান চালিয়ে যাচ্ছি।
×