ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

খুলনায় চিকিৎসক ধর্মঘট অবশেষে স্থগিত

প্রকাশিত: ০৫:৪৪, ৭ মার্চ ২০১৬

খুলনায় চিকিৎসক  ধর্মঘট অবশেষে  স্থগিত

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ চিকিৎসকের ওপর হামলাকারী আসামিদের গ্রেফতারে খুলনা- ২ আসনের সংসদ সদস্য মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের আশ্বাস ও জনভোগান্তির কথা বিবেচনা করে খুলনার চিকিৎসকরা ৪ দিনের জন্য তাদের লাগাতার ধর্মঘট স্থগিত করেছেন। সোমবার সকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকল স্তরের চিকিৎসকেরা যথারীতি কর্মস্থলে স্ব স্ব দায়িত্ব পালন করবেন। এই সময়ের মধ্যে আসামিরা গ্রেফতার না হলে কঠোর কর্মসূচী দেয়া হবে। রবিবার বেলা ১১টায় নগরীর বিএমএ ভবন সংলগ্ন শহীদ ডাঃ মিলন চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ এই ঘোষণা দেয়া হয়। গত ২৮ ফেব্রুয়ারি রাতে খুলনার তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপেক্সের চিকিৎসক ডাঃ আব্দুলাহ আল মামুন হাসপাতালে কর্তব্যরত অবস্থায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি, স্থানীয় চেয়ারম্যান প্রার্থী এফ এম অহিদুজ্জামান ও তার ভাইসহ কিছু বহিরাগত সন্ত্রাসী দ্বারা লাঞ্ছিত হন। এ ঘটনার প্রতিবাদে ও আসামিদের গ্রেফতারের দাবিতে খুলনার সর্বস্তরের চিকিৎসকেরা রবিবারও ধর্মঘট পালন করেন। ধর্মঘট চলাকালে এ দিন সকালে চিকিৎসকরা মিছিল ও সমাবেশ করেছেন। শহীদ ডাঃ মিলন চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিএমএ খুলনার সভাপতি ও কেন্দ্রীয় বিএমএর সহ-সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম। বক্তব্য রাখেন সহ-সভাপতি ডাঃ মোল্লা হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মেহেদী নেওয়াজ, যুগ্ম সম্পাদক ডাঃ বঙ্গ কমল বসু প্রমুখ। সমাবেশে সভাপতির বক্তব্যে ডাঃ শেখ বাহারুল আলম বলেন, খুলনা-২ আসনের সংসদ সদস্য মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান বৃহস্পতিবারেরর মধ্যে আসামি গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা করবেন খুলনা বিএমএর নেতৃবৃন্দকে প্রতিশ্রুতি দিয়েছেন। তার প্রতি সম্মান প্রদর্শন ও রোগীদের দুর্ভোগের কথা বিবেচনা করে পূর্ব ঘোষিত কর্মসূচী ৪ দিনের জন্য স্থগিত করা হলো। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বৃহস্পতিবারের মধ্যে আসামি গ্রেফতার না হলে আরও কঠোর কর্মসূচী দিয়ে কর্তৃপক্ষকে আসামি গ্রেফতারে বাধ্য করা হবে। চিকিৎসকদের ভদ্রতার সুযোগ নিয়ে ভবিষ্যতে যেন আর কেউ এ ধরনের ঘটনা ঘটাতে না পারে সে বিষয়ে সকল পক্ষকে সতর্ক থাকার জন্য বক্তারা আহবান জানান।
×