ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

নবনিযুক্ত ধর্ম সচিবকে সংবর্ধনা

প্রকাশিত: ০৩:৪৫, ৬ মার্চ ২০১৬

নবনিযুক্ত ধর্ম সচিবকে সংবর্ধনা

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আব্দুল জলিল বলেছেন, নৈতিক সমাজ গঠন এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করার লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন মসজিদভিত্তিক গণশিক্ষা, দীনি দাওয়াত ও প্রকাশনার মাধ্যমে ভূমিকা পালন করছে। ৪ মার্চ সকালে ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁওয়ের প্রধান কার্যালয়ে নবনিযুক্ত ধর্মসচিবকে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সংবর্ধনা এবং ইসলামিক ফাউন্ডেশনের ৬৪ জেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) হাসান জাহাঙ্গীর আলম, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ডাঃ বোরহান উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের সচিব (যুগ্মসচিব) অহিদুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক তাহের হোসেন ও ইসলামিক ফাউন্ডেশন কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফরিদ আহমদ। Ñবিজ্ঞপ্তি। বাংলাদেশ শিক্ষক সমিতি নতুন স্কেলে বেতন প্রদানের দাবি বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভা সমিতির সভাপতি সৈয়দ জুফফিকার আলম চৌধুরীর সভাপতিত্বে শনিবার ৬০ লক্ষ্মীবাজারে টিচার্স টাওয়ার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় জেলা শাখার সভাপতি ও সচিব উপস্থিত ছিলেন। সভায় সমিতির মহাসচিব ইয়াদ আলী খান মার্চ মাসের এমপিওতে বকেয়াসহ নতুন স্কেলে বেতন প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায় ১৫ এপ্রিলের পর হতে পাঠদান বন্ধসহ শিক্ষকগণ যে কোন কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে। -বিজ্ঞপ্তি মুন্সীগঞ্জে ৮ দোকান ভস্মীভূত স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সদর উপজেলার ধলাগাঁও বাজারে অগ্নিকা-ে ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভূস্মীভূত হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা। শুক্রবার গভীররাতে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। লোকজন ছুটে আসে আগুন নেভাতে। পরে ফায়ার সার্ভিস স্থানীয়দের সহযোগিতায় শনিবার ভোর ৬ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। লালমনিরহাটে তিন দোকান নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট থেকে জানান, দৈখাওয়াবাজারে অগ্নিকা-ে তিন দোকান পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায়।
×