ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

মাশরাফি বস, চাপটা নিজেই নিলো

প্রকাশিত: ১৮:২২, ৩ মার্চ ২০১৬

মাশরাফি বস, চাপটা নিজেই নিলো

অনলাইন ডেস্ক॥ ২ মার্চ বাংলাদেশের ইতিহাসে এক গৌরব উজ্জ্বল দিন। ১৯৭১ সালের এদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। এর ঠিক ৪৫ বছর পর ক্রিকেট ইতিহাসে যোগ হলো আরেকটি গৌরব উজ্জ্বল দিন। এদিন, টি-টোয়েন্টি এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে যাওয়ার মাধ্যমে আরেকটি জয় ছিনিয়ে আনল টাইগাররা। তবে এর কৃতিত্ব যার তিনি আর কেউ নন, অধিনায়ক মাশরাফি। এ কথাই এখন প্রতিটি মানুষের মুখে মুখে। ‘সাকিব যখন আউট হলো, তখন স্ট্যাম্পে ব্যাট দিয়ে আঘাত করেছিলেন। এটা তার নিজের প্রতি যেন নিজেরই ক্ষোভের বহিঃপ্রকাশ। মাশরাফি সেটা হয়তো বুঝতে পেরেছিলেন। দলের সবচেয়ে কঠিন সময়ে সাকিবের চলে যাওয়াটা সত্যিই ছিলো ভীষণ চাপের। তাই অন্যের উপর ভরসা না করেই চাপটা নিজেই নিল। আর নেমেই হাকিয়ে দিলেন চার। সাকিবের ক্ষোভটা তিনি বলকে মাঠে বাইরে পাঠিয়ে আনন্দে রুপান্তরিত করলেন। ফিরে এলো গোটা জাতির আত্মবিশ্বাস।’ এভাবেই বিষয়টি ব্যাখ্যা করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের ছাত্র সাইফুল ইসলাম খান। খেলা শেষ হয়েছে বুধবার রাত ১১টার পরেই। অথচ রাত আড়ারটার দিকেও আনন্দ উল্লাসে মেতেছিলেন সাইফুলরা। এমনই আরেকজন ঢাবির ইসলামিক স্টাডিজের প্রথম বর্ষের ছাত্র আনিসুর রহমান। তিনি বলেন, ‘মাশরাফিই বস। মাশরাফি, মাশরাফি। তার তুলনা হয় না।’ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ ইসিয়াম বললেন, পাকিস্তানকে আমরা ৭১ এর কর্মের জন্যই ঘৃণা করি। ৭১ সালে তাদের যুদ্ধে হারিয়ে স্বাধীনতাকে ছিনিয়ে এনেছি। এবার টি-টোয়েন্টিতে হারিয়ে বিদায় করলাম ফাইনালে উঠতে না দিয়ে। মাঝরাতেও ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে তরুণ শিক্ষার্থীদের উল্লাস চলছিল। যা প্রতিধ্বনিত হয়ে জানাল দিচ্ছিল যেন-এ জয় গোটা জাতির। যার জয়ধ্বনি উচ্চরিত হচ্ছে বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিতে, আকাশে, বাতাসে। বুধবার টি-টোয়েন্টি এশিয়া কাপে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে টাইগার বাহিনী। পাকিস্তানের ২০ ওভাবে ৭ উইকেট ১২৯ রানের জবাবে মাশরাফিরা ৫ বল বাকি থাকতেই ৫ উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায়।
×