ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

খুলনায় স্ত্রী হত্যার পর স্বামীর আত্মসমর্পণ

প্রকাশিত: ০৫:৩৫, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

খুলনায় স্ত্রী হত্যার পর স্বামীর আত্মসমর্পণ

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনায় স্ত্রী রাহিমা বেগমকে (২৪) শ্বাসরোধ করে হত্যার পর আত্মসমর্পণ করেছেন তার স্বামী মনির হোসেন হাওলাদার (৩০)। বৃহস্পতিবার বিকেলে খুলনা মহানগর হাকিমের আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করে তিনি স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে দৌলতপুর থানায় হত্যামামলা দায়ের করেছেন নিহত রহিমার বাবা আব্দুল ওয়াহাব। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে নিয়েছে। খুলনা মহানগরীর দৌলতপুরের মহেশ্বরপাশার বউ বাজার এলাকার মান্নান ড্রাইভারের বাড়িতে সপরিবারে ভাড়া থাকতেন দিনমজুর মনির হোসেন হওলাদার। স্ত্রীর সঙ্গে তার প্রায়ই ঝগড়া বিবাদ হতো। এরই জের ধরে সে বৃহস্পতিবার দুপুরের দিকে স্ত্রী রাহিমা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে সে নিজেই আদালতে গিয়ে আত্মসমর্পণ করে ঘটনাটি স্বীকার করে। এরপর হত্যা মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়। মহানগর হাকিম আমিরুল ইসলাম দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামি মনিরকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
×