ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

নওগাঁয় গৃহবধূর হাত কামড়ে দিয়েছে শ্বশুর

প্রকাশিত: ০৪:২৫, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

নওগাঁয় গৃহবধূর হাত কামড়ে দিয়েছে শ্বশুর

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ থেকে জানান, নওগাঁর পোরশায় যৌতুকের দাবিতে গৃহবধূকে মারপিট করা হয়েছে। এতেই তারা ক্ষান্ত হয়নি। পাষ- শ্বশুর তার পুত্রবধূর বাহুতে কামড়ে দিয়েছে। বুধবার গৃহবধূ মাহমুদা বেগম (২২) তার স্বামী, শ্বশুরসহ ওই পরিবারের ৪ জনকে আসামি করে থানায় অভিযোগ দিয়েছে। মঙ্গলবার উপজেলার সরাইগাছিতে ওই নারী নির্যাতনের ঘটনা ঘটে। জানা গেছে, বিগত ২০০৭ সালে উপজেলার দুয়ারপাল গ্রামের আফসার আলীর মেয়ে মাহমুদা বেগমের সরাইগাছি গ্রামের তোফাজ্জলের ছেলে ফাইজুলের সঙ্গে বিয়ে হয়। সেই থেকে স্বামী-স্ত্রী ঘর সংসার করে আসছিল। ইতোমধ্যেই তাদের সংসারে দু’জন সন্তানের জন্ম হয়। তারপরও তার শ্বশুর তোফাজ্জল, স্বামী ফাইজুল, শাশুড়ি ফাইজন যৌতুকের জন্য তার ওপর অত্যাচার চালিয়ে আসছে। ঘটনার দিনও যৌতুকের টাকা নিয়ে আসার জন্য চাপ দিলে মারপিটের এক পর্যায়ে মাহমুদাকে তার শ্বশুর ডান হাতের বাহুতে কামড়ে দেয়।
×