ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি ৩১ ভাগ ॥ ও. কাদের

প্রকাশিত: ০৪:৩৪, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি ৩১ ভাগ ॥ ও. কাদের

স্টাফ রিপোর্টার ॥ পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৩১ ভাগ বলে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার বনানীর সেতু ভবনে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের ম্যানেজমেন্ট সাপোর্ট কনসালটেন্সি সার্ভিসের পরামর্শক নিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেতু অগ্রগতির কথা তুলে ধরেন মন্ত্রী। চুক্তিপত্রে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ শফিকুল ইসলাম এবং যৌথভাবে ৪টি পরামর্শক প্রতিষ্ঠানের পক্ষে হাই পয়েন্ট রেনডেল-ইউকে কোম্পানির পরিচালক ভারডামেন জনস চুক্তি স্বাক্ষর করেন। এ ছাড়া ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প দুটির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ সম্পন্ন করার লক্ষ্যে পরামর্শক নিয়োগ চুক্তিও এ সময় স্বাক্ষরিত হয়। এ চুক্তিপত্রে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষে বিবিএর প্রধান প্রকৌশলী কবির আহমেদ এবং যৌথভাবে ৪টি পরামর্শক প্রতিষ্ঠানের পক্ষে এসএমইসি ইন্টারন্যাশনাল টিপিওয়াই লিমিডেট অস্ট্রেলিয়ার দক্ষিণ এশিয়া-২ এর আঞ্চলিক ব্যবস্থাপক মহিউদ্দিন মাহমুদ চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সেতু সচিব খোন্দকার আনোয়ারুল ইসলাম, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট-১ এর প্রধান সমন্বয়ক মেজর জেনারেল আবু সাঈদ মোঃ মাসুদসহ পরামর্শক নিয়োগ প্রতিষ্ঠান ও সেতু বিভাগের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী জানান, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের ম্যানেজমেন্ট সাপোর্ট কনসালটেন্সি সার্ভিসের পরামর্শক নিয়োগে ৩০টি প্রস্তাব পাওয়া যায়। অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে গঠিত মূল্যায়ন কমিটি মূল্যায়ন করে পাঁচটি কোম্পানিকে বাছাই করে। এ সময় মন্ত্রী বলেন, পদ্মা সেতু নিয়ে অনেক কথাই হয়েছে। এই প্রকল্পের কাজ যেন হতে না পারে সে জন্য নানাধিক থেকে ষড়যন্ত্র ছিল। কিন্তু সরকার যোগাযোগ খাতের উন্নয়নে বদ্ধপরিকর। সেই ধারাবাহিকতা থেকেই সকল বাধা উপেক্ষা করে সেতু নির্মাণের কাজ এগিয়ে যাচ্ছে। আশা করি যথাসময়ে নির্মাণ কাজ শেষ হবে। এই প্রকল্পটি যোগাযোগ খাতে মাইলফলক হিসেবে কাজ করবে বলেও মনে করেন তিনি। তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণের মধ্য দিয়ে যোগাযোগ খাতের উন্নয়ন যেমন হচ্ছে তেমনি স্থানীয় মানুষেরও উন্নয়ন হচ্ছে। অর্থাৎ স্থানীয় মানুষের জীবনযাত্রায় অনেক পরিবর্তন এসেছে।
×