ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ভিয়েনায় অমর একুশে উদ্যাপন

প্রকাশিত: ০৪:২৮, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

ভিয়েনায় অমর একুশে  উদ্যাপন

অস্ট্রিয়া প্রবাসী বাঙালীরা পরম শ্রদ্ধা-ভালবাসায় স্মরণ করল ভাষা শহীদদের। রাজধানী ভিয়েনার হউফসাইলে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে অস্থায়ীভাবে নির্মিত শহীদ মিনারের বেদিতে শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১ মিনিটে (বাংলাদেশ সময় একুশের প্রথম প্রহরে) অস্ট্রিয়া প্রবাসী বাঙালীরা পুষ্পাঞ্জলি অর্পণ করেন। এতে প্রবাসী বাঙালীদের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। পুষ্পাঞ্জলি অর্পণের পর অমর একুশ উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। দূতাবাস কার্যালয়ের মিলনায়তনে ২১ ফেব্রুয়ারি সকাল ১০টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিয়েনার বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোঃ আবু জাফর, উপস্থাপনা করেন দূতাবাসের কাউন্সিলর শাবাব বিন আহমেদ। প্রবাসী বাঙালী ॥ এদিকে, অসাম্প্রদায়িক চেতনায় আবারও শ্রদ্ধা-ভালবাসায় ভাষা শহীদদের স্মরণ করল অস্ট্রিয়া প্রবাসী বাঙালিরা। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার প্যান এশিয়ায় অস্থায়ীভাবে নির্মিত শহীদ মিনারের বেদিতে শনিবার স্থানীয় সময় রাত ৭টা ১ মিনিটে (বাংলাদেশ সময় একুশের প্রথম প্রহরে) অস্ট্রিয়া প্রবাসী বাঙালীরা পুষ্পাঞ্জলি অর্পণ করেন। এতে প্রবাসী বাঙালীদের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। পুষ্পাঞ্জলি অর্পণের পর রাত ৭টা ৩০ মিনিটে শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম। -বিজ্ঞপ্তি
×