ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

এ্যান্টিবায়োটিকে বাড়ে মানসিক রোগ!

প্রকাশিত: ০৫:১৫, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

এ্যান্টিবায়োটিকে বাড়ে মানসিক রোগ!

বেশ কয়েক দিন ধরে জ্বরে কাহিল হলেও চিকিৎসকের কাছে যাওয়ার কথা ভাবেননি। দোকান থেকে নিজেই এ্যান্টিবায়োটিক ট্যাবলেট কিনে এনেছেন। ভেবেছেন, এ আর কী! কয়েকটা ট্যাবলেট খেলেই কমে যাবে জ্বর। কমবে গা ম্যাজম্যাজ করা। ভুল ভাবছেন। সামান্য ট্যাবলেট খেলে হয়ত কমে যাবে জ্বর। কিন্তু জানেন কী, তা বাড়িয়ে দেবে মানসিক সমস্যা! বেশি পরিমাণে এ্যান্টিবায়োটিক খেলে বেড়ে যাবে মস্তিষ্কের বিভিন্ন অসুখের আশঙ্কা। এমনই দাবি করেছে আমেরিকার ব্রিগহ্যাম এ্যান্ড উইমেন্স হাসপাতালের এক দল গবেষক। এই গবেষণার পেছনে রয়েছে শমিক ভট্টাচার্য নামে এক বাঙালী চিকিৎসক গবেষক। শমিকের মতে, এখনকার ব্যস্ত জীবনে সব সময় চিকিৎসকের কাছে যায় না সাধারণ মানুষ। বরং দোকান থেকে ওষুধ কিনে খেয়ে নেন। তাতে ফল হয় উল্টো। সামান্য ওষুধের জন্য হয়ত দেহের তাপমাত্রা কমে গিয়ে জ্বর থেকে উপশম হয়। কিন্তু বেড়ে যায় দেলিরিয়ামের মতো জটিল মস্তিষ্ক রোগের আশঙ্কা। দেলিরিয়ামের কারণে মানসিক সমস্যা দেখা যায়। কোন কোন রোগী অল্পতেই রেগে যান। কোন কারণ ছাড়াই এমন ব্যবহার করেন তারা। কারও কারও আবার মতিভ্রমও হয়। সাত দশক ধরে বিভিন্ন গবেষণাপত্র ঘেঁটে চিকিৎসকরা দেখেন- ৩৯১ রোগী, যাদের এ্যান্টিবায়োটিক দেয়া হয়েছিল তাদের দেলিরিয়াম হয়েছে। ওষুধ চলাকালেই কয়েক সপ্তাহের মধ্যে বেড়ে যায় দেলিরিয়ামের সমস্যা। আশ্চর্যের বিষয়, ওষুধ বন্ধ থাকলে রোগ তাড়াতাড়ি আক্রমণ করতে পারে না রোগীর দেহে। ৫৪ রকমের এ্যান্টিবায়োটিকের ওপর গবেষণা চালানো হয়। এই পরীক্ষায় মেলে ৪৭ শতাংশ রোগী মতিভ্রমের সমস্যায় ভুগছে। বাকিরা বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রন্ত কারও কারও কিডনি ফেলিয়র হয়েছে। গবেষণাপত্রটি নিউরোলজির জার্নালে প্রকাশিত হয়েছে।
×