ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মানিকগঞ্জে বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ১৬ যাত্রী দগ্ধ

প্রকাশিত: ০৫:১৩, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

মানিকগঞ্জে বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ১৬ যাত্রী দগ্ধ

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ২২ ফেব্রুয়ারি ॥ ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার তরা এলাকায় সোমবার একটি যাত্রীবাহী বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কমপক্ষে ১৬ যাত্রী অগ্নিদগ্ধ হয়েছে। ফায়ার সার্ভিস এবং আহত যাত্রীরা জানায়, সোমবার সকাল আটটার দিকে ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড থেকে যাত্রীবোঝাই করে এনএনবি পরিবহনের একটি বাস (যশোর-ব-৫৪১) পাটুরিয়া ঘাটের উদ্দেশে রওনা দেয়। দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের তরা এলাকায় পৌঁছালে আকস্মিকভাবে বাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে থাকা গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। মুহূর্তের মধ্যে বাসটিতে আগুন ধরে যায়। এতে ১৬ যাত্রী কম-বেশী অগ্নিদগ্ধ হন। তারা হলেন জেলার শিবালয় উপজেলার মৌসুমী আক্তার (১৮), শাহিদা বেগম (৫০), সীমা আক্তার (২৬) ও মোঃ নকুমুদ্দিন (৭০); সিঙ্গাইর উপজেলার হাজেয়া বেগম (৫০) ও রাবেয়া বেগম (৪৫); ঘিওর উপজেলার মিনু আক্তার (৩৫); কুষ্টিয়ার রুশি বেগম (৪০), সামছুদ্দিন (৬০), হাজেরা বেগম (৩৫), রাইসা আক্তার (২৫) ও নাসিমা বেগম (৫০); বাগেরহাটের ফারুক হোসেন (১৯), ঢাকার সাভারের মোঃ শাহিন (১৮) এবং ফরিদপুরের রাশিদা বেগম (৪৫) ও সুমি আক্তার (৩৫)। তাদের মানিকগঞ্জ সদর হাসপাতাল এবং স্থানীয় মুন্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় মহাসড়কে প্রায় আধাঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি র‌্যাকার দিয়ে পুলিশ লাইনে নিয়ে যায়। ঘটনার পরপরই চালক ও সহকারী পালিয়ে যায়। সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মোস্তাফিজুর রহমান জানান, অগ্নিদগ্ধদের মধ্যে নকুমুদ্দিনের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের ৩৫ ভাগ পুড়ে গেছে। দুপুরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
×