ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

শহীদ মিনার ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা

প্রকাশিত: ০৫:৪৮, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

শহীদ মিনার ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা

স্টাফ রিপোর্টার ॥ রবিবার শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারাদেশ থাকছে কঠোর নিরাপত্তায়। শনিবার সকাল নয়টা থেকে পর দিন বিকেল দুইটা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রীসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবেন। এজন্য নিরাপত্তা থাকছে চোখে পড়ার মতো। এবার কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারসহ আশপাশের এলাকা গত এক সপ্তাহ ধরেই গোয়েন্দা নজরদারির মধ্যে রয়েছে। ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ও র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ সরেজমিন কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেছেন। পরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার ও র‌্যাব মহাপরিচালক এসব বিষয় জানান। তারা জানান, নানা বিষয় মাথায় রেখেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী ছাড়াও দেশী-বিদেশী কূটনৈতিকসহ সমাজের বিশিষ্টজনরা। শ্রদ্ধা জানাতে যাবেন প্রচুর বিদেশী অতিথি। চোরাগোপ্তা হামলাসহ নানা বিষয় মাথায় রেখেই নিরাপত্তা বলয় সাজানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে বাড়তি কড়াকড়িকে সুদৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছেন তারা। আজিমপুর কবরস্থানে যাওয়ার রাস্তা ॥ নাজিম উদ্দিন সড়ক, বাবুপুরা সড়ক (পুরনো জাদুঘরের সামনের রাস্তা), কলেজ সড়ক (ফজলুল হক হলের পূর্ব পার্শ্বের রাস্তা), এলাকার জনসাধারণ আজিমপুর গোরস্থানে যাওয়ার জন্য দেওয়ান বাজার সড়ক (বিশ্ববিদ্যালয় খেলার মাঠের পূর্ব পার্শ্বের রাস্তা), কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়, নীলক্ষেত সড়ক, নিউমার্কেট ক্রসিং, পিলখানা বিজিবি সদর দফতর সড়ক হয়ে নিউমার্কেট ১ নম্বর গেট ব্যবহার করবেন। আব্দুল গণি সড়ক, তোপখানা সড়ক এবং শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণির (পার্ক এভিনিউ) জনসাধারণ পুরাতন হাইকোর্টের সামনের রাস্তা দিয়ে দোয়েল চত্বর ক্রসিং, কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়, নিউমার্কেট ক্রসিং, পিলখানা সদর দফতর সড়ক দিয়ে ১ নম্বর গেট হয়ে কবরস্থানে যাবেন। লালবাগ, আজিমপুর, পলাশী ও চকবাজার এলাকার জনসাধারণ আজিমপুর সড়ক, নিউমার্কেট ক্রসিং, পিলখানা সড়ক, নিউমার্কেট ১ নম্বর গেটের পাশ দিয়ে করবস্থানের নতুন গেটের ভেতর দিয়ে যাবেন। বকশীবাজার সড়ক, চকবাজার, উর্দু রোড এবং ঢাকেশ্বরী এলাকার জনসাধারণ আজিমপুর সড়ক, নিউমার্কেট ক্রসিং, পিলখানা সড়ক, নিউমার্কেট ১ নম্বর গেটের পাশ দিয়ে কবরস্থানের নতুন গেটের ভেতর দিয়ে যাবেন। প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকার জনসাধারণ দোয়েল চত্বর ক্রসিং, কাজী নজরুল ইসলাম এভিনিউ, নীলক্ষেত, নিউমার্কেট ক্রসিং, পিলখানা সড়ক, নিউমার্কেট ১ নম্বর গেটের পাশ দিয়ে করবস্থানে নতুন গেটের ভেতর দিয়ে যাবেন। আজিমপুর কবরস্থান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়ার রাস্তা ॥ আজিমপুর করবস্থানের মূল গেট থেকে (কবরস্থানের দক্ষিণ পার্শ্বে) বের হয়ে আজিমপুর সড়ক, আজিমপুর বেবী আইসক্রিম মোড়, পলাশী ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হল ও জগন্নাথ হলের সামনের রাস্তা দিয়ে শহীদ মিনারে যাবেন। অনুগ্রহ করে কেউ কবরস্থানে যাওয়ার জন্য এ রাস্তা ব্যবহার করবেন না। আজিমপুর কবরস্থানে না গিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়ার রাস্তা ॥ বকশীবাজার, চকবাজার, উর্দু রোড, ঢাকেশ্বরী সড়ক, নাজিম উদ্দিন সড়ক, বাবুপুরা সড়ক এলাকার জনসাধারণ যারা কবরস্থানে না গিয়ে সরাসরি শহীদ মিনারে যেতে চান, তারা পুরাতন রেলওয়ে হাসপাতাল সড়ক, পলাশী ক্রসিং, এসএম হল এবং জগন্নাথ হলের সামনের রাস্তা দিয়ে শহীদ মিনারে যেতে পারবেন।
×