ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বিস্ময় মাতা!

প্রকাশিত: ০৫:৪৪, ২ ফেব্রুয়ারি ২০১৬

বিস্ময় মাতা!

পৃথিবীর সকল নারীর মধ্যেই মাতৃত্বের বাসনা থাকে। অস্ট্রেলিয়ার পার্থে বসবাসকারী কিম টুচিরও ছিল। কিন্তু কে জানত মা হতে গিয়ে বিশ্বের বাঘাবাঘা সব গণমাধ্যমের শিরোনাম হবেন ২৬ বছর বয়সী এই নারী। খবর হলো, সম্প্রতি মাত্র দুই মিনিট সময়ের মধ্যে একে একে পাঁচটি সন্তানের জন্ম দিয়ে হৈ চৈ ফেলে দিয়েছেন টুচি। শিশুগুলোর মধ্যে একটি ছেলে আর ৪টি মেয়ে। এই অসাধ্য সাধনের পর কিম টুচিকে সবাই ডাকছেন বিস্ময়মাতা নামে। খবরে বলা হয়েছে, আগে দুই মেয়ে আর এক ছেলেকে নিয়ে সুখেই দিন কাটছিল টুচির। তবে ছোটবেলা থেকেই তার শখ ঘরভর্তি ছেলেপুলে থাকবে। আর তাই আরেকটি সন্তান চেয়েছিলেন তিনি। এ ছাড়া মেয়ে দুটি তার বর্তমান স্বামীর ঔরসে হলেও ছেলে আগের পক্ষের। তাই স্বামী-স্ত্রী দুজনেই চেয়েছিলেন আরও একটি ছেলে সন্তান। কিম জানান, সবই ঠিকঠাক চলছিল। খুব বেশি চিকিৎসকের পরীক্ষারও প্রয়োজন হয়নি এবার। এমনকি সন্তান জন্মের আগে মাত্র একবারই ডাক্তারের কাছে গিয়েছিলেন তিনি। চিকিৎসক জানিয়েছিলেন, ঠিকঠাক আছে সবই। এ ছাড়া বর্তমান চিকিৎসাপদ্ধতিতে সন্তানের লিঙ্গ পরিচয় জন্মের আগেই জানতে চাননি স্বামী- স্ত্রী দুজনেই। কিন্তু, আশ্চর্যজনক ঘটনাটি ঘটে হাসপাতালে অপারেশনের টেবিলে। গত সপ্তাহে মাত্র দুই মিনিটে ৫টি সন্তানের জন্ম দিয়ে চিকিৎসকদেরও চমকে দিয়েছেন কিম। আরও মজার ব্যাপার হলো জন্ম নেয়া শিশুগুলো পূর্ণাঙ্গ ও সুস্থ। এ বিষয়ে নিজের ব্লগে তার অভিজ্ঞতার কথা লিখেছেন টুচি। বলেছেন, সন্তান পেটে থাকার সময়ে আমি দৈনিক ৬ হাজার ক্যালরি খাবার গ্রহণ করতাম। আমার ব্যাকপেইন হতো। আমি রাতে ১২ বার পর্যন্ত বাথরুমে যেতাম। তার এই লেখা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার হচ্ছে। অনেকেই তার লেখা পড়ে লাইক দিচ্ছে। গণমাধ্যমকর্মীদের ভিড় ক্রমেই বাড়ছে তার বাড়ির সামনে। -ডেইলি মেইল অবলম্বনে।
×