ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

পঞ্চগড় প্রেসক্লাবে সভাপতি পদে মুকুল পুনর্নির্বাচিত

প্রকাশিত: ০৪:০৮, ২ ফেব্রুয়ারি ২০১৬

পঞ্চগড় প্রেসক্লাবে সভাপতি পদে মুকুল পুনর্নির্বাচিত

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পঞ্চগড় প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে দৈনিক জনকণ্ঠের রিপোর্টার পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। সভাপতি ছাড়াও ১৩ সদস্যবিশিষ্ট কমিটির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যরা হলেনÑ সাধারণ সম্পাদক পদে দৈনিক সমকালের পঞ্চগড় প্রতিনিধি সফিকুল আলম সফিক, সহসভাপতি পদে আলতাফ হোসেন, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, যুগ্মসম্পাদক পদে আবু সালেক রহিম, অর্থসম্পাদক পদে এসএ মাহমুদ সেলিম, সাংগঠনিক সম্পাদক পদে সাবিবুর রহমান সাবিব, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে আসাদুজ্জামান আসাদ, সমাজকল্যাণ ও পাঠাগার সম্পাদক পদে সামসউদ্দিন চৌধুরী কালাম, ক্রীড়া ও প্রচার সম্পাদক পদে দৈনিক ভোরের ডাক ও রাইজিং বিডির হাসিবুল করিম এবং সদস্যপদে প্রথম আলোর শহীদুল ইসলাম শহীদ, হারুন উর রশিদ বাবু এবং সাইফুল আলম বাবু। শনিবার পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে দ্বিবার্ষিক সাধারণ সভা ও পরে নির্বাচন অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁওয়ে দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে সমৃদ্ধি মেলা নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১ ফেব্রুয়ারি ॥ দারিদ্র্য দূরীকরণে দরিদ্র পরিবারের সম্পদ ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সোমবার ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হলো দিনব্যাপী সমৃদ্ধি মেলা। সকালে সদর উপজেলার কচুবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) আয়োজিত এ মেলার উদ্বোধন করেন ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ। অনুষ্ঠানে সংস্থার চেয়ারম্যান সফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেনÑ জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, জেলা পরিষদ প্রশাসক সাদেক কুরাইশী, পিকেএসএফের উপ-পরিচালক জসীম উদ্দিন, ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, আউলিয়াপুর ইউপি চেয়ারম্যান জাফর উল্লাহ। মেলায় শিক্ষা, পরিবার পরিকল্পনা, কর্মমুখী উন্নয়ন, মৎস্য চাষ, মুক্তিযুদ্ধের আলোকচিত্রসহ ৩০টি স্টল প্রদর্শন করা হয়।
×