ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরিশালে নারী ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত ॥ উত্তেজনা

প্রকাশিত: ০৬:৩৫, ১ ফেব্রুয়ারি ২০১৬

বরিশালে নারী ইউপি  চেয়ারম্যান লাঞ্ছিত ॥ উত্তেজনা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও নারী ইউপি চেয়ারম্যানকে প্রকাশ্যে বাজারের মধ্যে বসে অশ্লীল ভাষায় গালিগালাজসহ লাঞ্ছিত করেছে উপজেলা চেয়ারম্যান। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরনের সংঘাতের আশঙ্কা রয়েছে। ঘটনাটি ঘটেছে উজিরপুর উপজেলার সংখ্যালঘু অধ্যুষিত জল্লা ইউনিয়নের কারফা বাজারে। রবিবার সকালে সরেজমিনে প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা গেছে, কারফা বাজারের জল্লা ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে বসে শনিবার সকালে উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল ও তার ঘনিষ্ঠ সহযোগী বিশ্বজিত হালদার নান্টু ওই ইউনিয়নের চেয়ারম্যান এবং উপজেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি নারী নেত্রী উর্মিলা বাড়ৈকে কোন কারণ ছাড়াই অশ্লীল ভাষায় গালিগালাজসহ লাঞ্ছিত করে। এ সময় উপজেলা চেয়ারম্যানের ওপর বাজারে উপস্থিত লোকজন ক্ষিপ্ত হয়। তাৎক্ষণিক ইউপি চেয়ারম্যান উর্মিলা বাড়ৈ উত্তেজিত জনতাকে শান্ত করেন। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে উপজেলা চেয়ারম্যান তার সহযোগী বিশ্বজিত হালদার নান্টুকে জল্লা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী করার জন্য বর্তমান চেয়ারম্যান উর্মিলা বাড়ৈকে লাঞ্ছিত করার মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তার শুরু করেছেন। এ ব্যাপারে চেয়ারম্যান উর্মিলা বাড়ৈর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমার রাজনৈতিক অভিভাবক জেলা আ’লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি দেখবেন। অন্য কোন বিষয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি।
×