ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

স্কলাস্টিকা ছাত্রের আত্মহত্যা

প্রকাশিত: ০৫:২৩, ৩১ জানুয়ারি ২০১৬

স্কলাস্টিকা ছাত্রের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার ॥ সামান্য আইসক্রিম খাওয়া নিয়ে পিতা-মাতার সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে মোহাম্মদ সাদমান নামে স্কলাস্টিকা স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র। শনিবার দুপুরে রাজধানীর কাফরুল থানাধীন সেনপাড়া পর্বতা এলাকায় মর্মান্তিক ঘটনাটি ঘটে। একমাত্র পুত্রের আত্মহত্যার বিষয়টি মেনে নিতে পারছে না পিতা। পুত্র শোকে পাথর হয়ে গেছেন মাতা-পিতা। কাফরুল থানার ওসি শামীম তালুকদার জনকণ্ঠকে বলেন, ২১২ নম্বর বাড়ির চতুর্থ তলার একটি কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় সাদমানের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি রাখা হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে। শুক্রবার পিতা জিয়াউল হকের সঙ্গে আইসক্রিম খাওয়া নিয়ে পুত্র সাদমানের মনোমালিন্য হয়। এর জের ধরে পরবর্তীতে মায়ের সঙ্গে সাদমানের মান-অভিমানের ঘটনা ঘটে। তারই জের ধরে সাদমান অভিমানে আত্মহত্যা করতে পারে। সাদমানের আত্মহত্যার বিষয়টি লাশ উদ্ধারকালেই প্রায় শতভাগ নিশ্চিত হওয়া গেছে। তারপরও এমন অস্বাভাবিক মৃত্যুর পেছনে আরও কোন কারণ আছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে। কুড়িলে স্বর্ণের দোকানে ডাকতি, আতঙ্কে বৃদ্ধের মৃত্যু ॥ রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন একটি স্বর্ণের দোকনে ডাকাতির ঘটনা ঘটেছে। রাত নয়টার দিকে কুড়িল মসজিদ রোডের হাজী মার্কেটের নিউ আইকে জুয়েলার্স নামের একটি জুয়েলারি দোকনে ডাকাতির এ ঘটনা ঘটে। এ সময় ডাকাত দলের ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্কে একজনের মৃত্যু ও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। জুয়েলারি দোকানে ডাকাতির সময় ককটেল বিস্ফোরণ ঘটলে আতঙ্কে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পাশের একটি ভবনের দোতলার ৭০ বছর বয়স্কা জহরুন খাতুন মারা যান। জহরুন খাতুনের ছেলে আব্দুল কুদ্দুস জনান, রাত নয়টার দিকে বাসার নিচে বিকট শব্দে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আমার মা মৃত্যুর কোলে ঢলে পড়েন। জহরুন খাতুনের মৃত্যু ছাড়াও ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্কে দৌড়াদৌড়ির সময় আহত হয়েছেন আরও তিনজন। এরমধ্যে জাকির হোসেন নামের একজন প্রাইভেটকার চালককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। ককটেলের বিস্ফোরণে তার পায়ে স্পিøন্টার বিদ্ধ হয়েছে বলেও জানিয়েছেন তিনি। খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) মোহম্মদ রাজ্জাক জানান, ঘটনাস্থলে এসে আমরা শুনেছি এখান থেকে ৪০ থেকে ৪৫ ভরি স্বর্ণ লুট হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) রফিকুল ইসলাম জানান, ‘নিউ আই কে জুয়েলার্স’ নামে একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে, তবে অপরাধীদের ধরা সম্ভব হয়নি। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
×