ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক

প্রকাশিত: ০৮:৩০, ২৯ জানুয়ারি ২০১৬

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক

স্টাফ রিপোর্টার ॥ রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইনমন্ত্রী আনিসুল হক, প্রধান বিচারপতি এসকে সিনহা ও এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তবে বৈঠকে কি আলোচনা হয়েছে তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গভীর আলোচনা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় একে একে রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে দেখা করতে যান তারা। রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রীয় এসব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দেখা সাক্ষাত বা বৈঠকের পূর্ব নির্ধারিত দিনক্ষণ ঠিক ছিল কিনা তা জানা যায়নি। অনেকটা আকিস্মকভাবেই রাষ্ট্রপতির সঙ্গে তারা দেখা করেন বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক সাক্ষাতের পরেই রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইনমন্ত্রী আনিসুল হক, প্রধান বিচারপতি এসকে সিনহা ও এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের বৈঠক শুরু হয়। শেষ হয় রাত সাড়ে দশটায়। টানা তিনঘণ্টা বৈঠক চলে। বৈঠকে কি আলোচনা হয়েছে সে বিষয়ে জানা যায়নি। এমনকি বৈঠকে অংশগ্রহণকারীদের কেউ এ বিষয়ে কোন মন্তব্য করেননি। রাষ্ট্রের অতীব গুরুত্বপূর্ণ বহু বিষয়াদি নিয়ে গভীর আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
×