ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বকেয়া বেতন দাবিতে সাভারে গার্মেন্টসে ভাংচুর, সড়ক অবরোধ

প্রকাশিত: ০৮:২৫, ২৯ জানুয়ারি ২০১৬

বকেয়া বেতন দাবিতে সাভারে গার্মেন্টসে ভাংচুর, সড়ক অবরোধ

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৮ জানুয়ারি ॥ বকেয়া বেতনের দাবিতে সাভারে একটি পোশাক কারখানায় ব্যাপক ভাঙচুর চালিয়েছে শ্রমিকরা। বৃহস্পতিবার সন্ধ্যায় সাভারের সিএ্যান্ডবি-আশুলিয়া সড়কের কলমার ‘জিন বাংলা ফেব্রিক্স গ্রার্মেন্টস’-এ ভাঙচুরের ঘটনা ঘটে। জানা গেছে, সন্ধ্যায় ওই পোশাক কারখানার দু’ শতাধিক শ্রমিকের তিন মাসের বকেয়া বেতন দেয়ার কথা ছিল। কিন্তু, মালিক পক্ষ বেতন দিতে পারবে না বলে জানালে শ্রমিকরা সিএনবি-আশুলিয়া সড়ক অবরোধ করে কারখানায় ইট-পাটকেল নিক্ষেপ করে ও চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পেঁৗঁছে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। পরে শ্রমিকরা বাসায় ফিরে যায়।
×