ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেঘনায় ট্রলারডুবি

৮ যাত্রীর সন্ধানে দ্বিতীয় দিনের মতো অভিযান

প্রকাশিত: ০৫:৩৪, ২৮ জানুয়ারি ২০১৬

৮ যাত্রীর সন্ধানে দ্বিতীয় দিনের মতো অভিযান

বিডিনিউজ ॥ চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ আট যাত্রীর সন্ধানে অভিযান আবার শুরু হয়েছে। মঙ্গলবার সারাদিন দমকলকর্মী ও নৌবাহিনীর ডুবুরি দল উদ্ধার চালিয়ে তাদের সন্ধান পায়নি। বুধবার সকালে আবার অভিযান শুরু হয় বলে জানান হাইমচর ফায়ার সার্ভিসের দমকলকর্মী রহমত উল্যা। রহমত উল্যা বলেন, ফায়ার সার্ভিসের উদ্ধারকারী জাহাজ ‘অগ্নিবীনার’ ডুবুরি দল সকালে উদ্ধার তৎপরতা শুরু করেছে। এছাড়া নৌবাহিনীর একদল ডুবুরিও উদ্ধার কার্যক্রমে অংশ নিচ্ছে। মঙ্গলবার সকালে হাইমচরে তেলিরমোড় এলাকা থেকে অর্ধশত যাত্রী নিয়ে ‘এমভি রবিন’ নামের ট্রলারটি ঈশানবালার উদ্দেশে রওয়ানা হয়। মাঝ নদীতে ঘন কুয়াশায় একটি মালবাহী জাহাজের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। হাইমচর থানার ওসি ওয়ালী উল্লাহ অলি জানান, ট্রলারে থাকা অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠলেও আট যাত্রীর কোন সন্ধান মেলেনি। নিখোঁজ যাত্রীরা হলেন ফাহিম (২০), মানিক (৪), তার ভাই রতন (২), নারগিস (৩০), তার মেয়ে শাহজাদী (২০), আলেয়া (২৬), তার দুই সন্তান সিয়াম (৮) ও স্বর্ণা (৪)। এদের বাড়ি হাইমচরের বিভিন্ন এলাকায়। ট্রলারডুবিতে আহত ১৫ যাত্রীকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
×