ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ঘন কুয়াশা

শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস ৫ ঘণ্টা পর সচল

প্রকাশিত: ০৪:৩০, ২৭ জানুয়ারি ২০১৬

শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস ৫ ঘণ্টা পর সচল

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শিমুলিয়া কাওড়াকান্দি ফেরি সার্ভিস সোয়া ৫ ঘণ্টা বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল চালু হয়েছে। ঘন কুয়াশার কারণে কিছু দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে এর আগে ভোর ৪টায় ফেরি সার্ভিস বন্ধ হয়ে হয়। এ সময় মাঝ পদ্মায় নোঙ্গর করে ছিল সহস্রাধিক যাত্রীসহ ছয় ফেরি। রো রো ফেরি শাহ পরান ও আমানত শাহ, ফ্ল্যাট ফেরি লেন্টিং ও টাপলু, কে-টাইপ ফেরি কাকলী ও কুসুমকলী যান মাঝ পদ্মায় নোঙ্গর করতে বাধ্য হয়। কনকনে শীতে দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রী সাধারণের। এদিকে শিমুলিয়া ঘাটে রো রো ফেরি বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর, ফ্ল্যাট ফেরি রায়পুরা ও রানীক্ষেত যানবাহন ভোর ৫টা থেকে অপেক্ষার পর সোয়া ৯টায় গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। কেরানীগঞ্জে পাঁচ ডাকাত গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২৬ জানুয়ারি ॥ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে বাঘৈর ঋষিপাড়া গ্রামের একটি ইটভাটার পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে ডাকাতদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ১টি দেশীয় ওয়ান শূটার গান, ২ রাউন্ড গুলি, ২টি রামদা, ১টি করে চাপাতি, ছুরি ও গ্রিল কাটার উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, ডাকাতির উদ্দেশ্যে একদল ডাকাত বাঘৈর গ্রামের নাজিমের ইটভাটার পাশে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে রাত দেড়টার দিকে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশ জানায়, ৫ ডাকাতকে গ্রেফতার করা হলেও ১৩/১৪ জন ডাকাত পালিয়ে গেছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে দুটি মামলা দায়ের করা হয়েছে। ৭ দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। হবিগঞ্জে প্রাণ কোম্পানির কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২৬ জানুয়ারি ॥ হবিগঞ্জের অলিপুরস্থ ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত প্রাণ কোম্পানির সুপারভাইজার আব্দুস ছালামকে কুপিয়ে তার কাছ থেকে দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত সোয়া ১১টার দিকে ওই কোম্পানির প্রধান গেটের সম্মুখে এ ঘটনার পর গুরুতর আহত ছালামকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×