ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:৫৩, ২৩ জানুয়ারি ২০১৬

টুকরো খবর

বোমা হামলায় আহত ২ নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২২ জানুয়ারি ॥ ঝিনাইদহে দুর্বৃত্তের ছুঁড়ে মারা বোমা বিস্ফোরণে দুই গ্রামবাসী আহত হয়েছেন। আহতরা হলেন, সুমন হোসেন ও জাফর ইকবাল। বৃহস্পতিবার রাত ৯টার দিকে সদর উপজেলার ছোট-কামারক-ু গ্রামে খেজুরগাছের রস পাহারা দেয়ার সময় এ বোমা হামলার ঘটনা ঘটে। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ দুটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করেছে। দামুড়হুদায় বোমা বিস্ফোরণ সংবাদদাতা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা, ২২ জানুয়ারি ॥ দামুড়হুদা উপজেলার মদনা গ্রামে বোমা বিস্ফোরণে ঘটনা ঘটেছে। এতে খাদিজা বেগমের (৮০) বাম হাতের কব্জি উড়ে গেছে। বৃহ¯পতিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। আহত খাদিজা উপজেলার মদনা গ্রামের মৃত ফকির মাহমুদের স্ত্রী। এলাকাবাসী জানায়, বিকেলে খাদিজা মেহগনি বাগানে পাতা কুড়াতে যায়। এ সময় সেখানে একটি পুরাতন জর্দ্দার কৌটা কুড়িয়ে পেলে কৌটাটি খুলতে যায়। এরপর বিকট শব্দে বিস্ফোরিত হয়ে তার বাম হাতের কব্জি উড়ে যায়। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। ইয়াবাসহ যুবক আটক নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২২ জানুয়ারি ॥ মাদারীপুরে ১ হাজার ইয়াবাসহ আবুল কালাম (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার সকাল ৬টার দিকে শহরের লালুনার মোড় থেকে তাকে আটক করা হয়। আটক আবুল কালাম শহরের সৈয়দারবালী এলাকার হোসেন লাকতীর ছেলে। হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সংবাদদাতা, পাথরঘাটা, বরগুনা, ২২ জানুয়ারি ॥ পাথরঘাটায় বায়জিদ হোসেন নামের এক শিক্ষার্থীকে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার দুপুরে রুহিতা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন করা হয়। রুহিতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মোঃ খলিলুর রহমান নজরুল ইসলাম ও ইসমাইল হোসেন। ছাত্রী হত্যার প্রতিবাদ নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ২২ জানুয়ারি ॥ সাতক্ষীরার কলেজছাত্রী সাংবাদিক কন্যা হত্যার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। শুক্রবার বেলা সাড়ে ১১টায় নড়াইল চৌরাস্তায় জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম ও রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন-আরজেএফের উদ্যোগ এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। ষড়যন্ত্র মামলার অভিযোগ নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ২২ জানুয়ারি ॥ নড়িয়া উপজেলার কাঞ্চনপাড়া গ্রামে সৌদি প্রবাসীর বাড়িতে ভাংচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় স্থানীয় বিঝারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। চেয়ারম্যানকে আসামি করায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। ফ্রি চক্ষু চিকিৎসা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে ফ্রি ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে টঙ্গীবাড়ি উপজেলার চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ তার নিজ বাড়িতে এ ক্যাম্পের উদ্বোধন করেন। তার নিজস্ব অর্থায়নে বাংলাদেশ আই ট্রাস্টের সহযোগিতায় দিনব্যাপী চক্ষু রোগীদের চিকিৎসা দেয়া হবে এ ক্যাম্পে। তাছাড়া প্রতিমাসের প্রথম শুক্রবারে চেয়ারম্যান কাজী ওয়াহিদের নিজ বাড়িতে এ চিকিৎসা ক্যাম্প বসবে। ডিজিটাল মেলা নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ২২ জানুয়ারি ॥ রামদেও বাজলা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার হতে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৬। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সরকারী-বেসরকারী সেবাদানকারী প্রতিষ্ঠানের বিভিন্ন ই-সেবা সম্পর্কে জনসাধারণকে অবহিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের আর্থিক সহায়তায় জেলা প্রশাসন এই মেলার আয়োজন করে। মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য সামছুল আলম দুদু। ইয়ুথ ক্যাম্প পাঠশালার উদ্বোধন স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সৈয়দপুরে দুই দিনব্যাপী লায়ন্স ইন্টারন্যাশনাল ইয়ুথ ক্যাম্প-২০১৬ ‘পাঠশালা’ শুরু হয়েছে। লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা-৩১৫ এ-২ বাংলাদেশ এবং লিও জেলা কাউন্সিল ওই ক্যাম্পের আয়োজন করেছে। শুক্রবার সকালে শহরের রেলওয়ে ফাইভ স্টার মাঠে আনুষ্ঠানিকভাবে ওই ক্যাম্পের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লায়ন্স ইন্টারন্যাশনাল মাল্টিপল জেলা ৩১৫, বাংলাদেশ এর কাউন্সিল চেয়ারপার্সন লায়ন ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল পিএমজেএফ। আটা বিতরণ নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ২২ জানুয়ারি ॥ সহস্র্রাধিক হতদরিদ্র পরিবারের মাঝে আটা বিতরণ করা হয়েছে। জেলা আওয়ামী বাস্তুহারা লীগের উদ্যোগে শুক্রবার জেলা শহরের বাগবাড়ী এলাকায় প্রতি পরিবারকে ৫ কেজি করে এ আটা বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের। অফিস ভবন উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২২ জানুয়ারি ॥ প্রাথমিক শিক্ষক সমিতি কলাপাড়া উপজেলা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বাধন করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী আলহাজ মাহবুবুর রহমান এমপি। বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া পৌরসভার মেয়র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, অধ্যক্ষ দেলওয়ার হোসেন, কলাপাড়া থানার ওসি জিএম শাহ নেওয়াজ, অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন। দুই অস্ত্র বিক্রেতা আটক স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ কিশোরীগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের কালিকাপুর গ্রামের ভুডুরদোলায় র‌্যাব-১৩ সদস্যরা গুলিবিদ্ধ দুই অস্ত্র কেনাবেচার সদস্যকে শুক্রবার সকালে থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় নীলফামারী র‌্যাব-১৩ সিপিসি-২-এর ডিএডি মকবুল হোসেন বাদী হয়ে কিশোরীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। র‌্যাবের পক্ষে মামলায় উল্লেখ করা হয় অবৈধভাবে অস্ত্র কেনাবেচা করা হচ্ছে জানতে পেরে র‌্যাব-১৩ ক্যাম্পের সদস্যরা বৃহস্পতিবার দুপুরে কিশোরীগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের কালিকাপুর গ্রামের ভুডুরদোলায় অভিযান চালায়। এ সময় অবৈধ অস্ত্রধারীরা র‌্যাবের ওপর হামলা চালালে র‌্যাব সদস্য ৩ রাউন্ড গুলি চালায়। জাতীয় সঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২২ জানুয়ারি ॥ নারায়ণগঞ্জে ‘জাতীয় সঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় ‘জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ’ জেলা শাখার আয়োজিত কর্মশালা নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলে অনুষ্ঠিত হয়। দেশের খ্যাতনামা সঙ্গীত প্রশিক্ষকবৃন্দ এ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন। নগরীর আমলাপাড়া এলাকায় অবস্থিত আইডিয়াল স্কুলে সকাল সাড়ে ৯টায় কর্মশালার কার্যক্রম শুরু হয়। দৌলতখান হাইস্কুলের শতবর্ষ পূর্তি নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২২ জানুয়ারি ॥ দৌলতখান সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে শত বছরপূর্তি উৎসব র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণের মধ্য দিয়ে শুরু হয়েছে। এ সময় কয়েক হাজার শিক্ষার্থীদের স্মৃতিচারণ আর মিলনমেলায় মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় চত্বর। শোভাযাত্রা ও কেক কাটা অনুষ্ঠান উদ্বোধন করেন সংসদ সদস্য আলী আজম মুকুল। শতবছর উদ্যাপন কমিটির আাহবায়ক আমিরুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শিব শঙ্কর দেবনাথ।
×