ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

যশোর ২৫০ শয্যা হাসপাতালে ৩ এক্স-রে মেশিন অকেজো

প্রকাশিত: ০৫:৫৬, ১৮ জানুয়ারি ২০১৬

যশোর ২৫০ শয্যা হাসপাতালে  ৩ এক্স-রে মেশিন অকেজো

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে দুটি অত্যাধুনিকসহ তিনটি এক্স-রে মেশিন অকেজো হয়ে আছে। বর্তমানে দুর্বল একটি মেশিন দিয়ে রোগীদের এক্স-রে করাতে হচ্ছে। একাধিক রোগী জানিয়েছেন, হাসপাতাল থেকে করা এক্স-রে রিপোর্ট চিকিৎসকদের কাছে মানসম্মত মনে হচ্ছে না। ফলে ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার থেকে আবারও তাদের এক্স-রে করতে হচ্ছে। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের দাবি, সরকারী এ হাসপাতালে দ্রুত ডিজিটাল এক্স-রে মেশিন স্থাপন ও অকেজো মেশিনগুলো মেরামত করা হোক। হাসপাতালের মেডিক্যাল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফী) মৃত্যুঞ্জয় কুমার রায় জানান, এক্স-রে মেশিন অকেজোর বিষয়টি কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। হাসপাতালের প্রশাসনিক বিভাগ সূত্রে জানা গেছে, সরকারী এ হাসপাতালে মোট ৪টি এক্স-রে মেশিন রয়েছে। সেগুলো হলো সিমেন্স কোম্পানির ৫শ’ এমএ জিইসির ৩শ’ এমএ ও দুটি মোবাইল মেশিন। এর মধ্যে অত্যাধুনিক মেশিন ৫শ’ এমএ ৩শ’ এমএ ও একটি মোবাইল মেশিনটি দীর্ঘদিন ধরে অকেজো। এক্স-রে বিভাগে দায়িত্বরত মেডিক্যাল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফী) মৃত্যুঞ্জয় কুমার বলেন, নরমাল একটি মেশিন দিয়ে এক্স-রে কার্যক্রম চালানো সত্যিই কষ্টদায়ক।
×