ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

জ্বালানি ছাড়াই বিদ্যুত যন্ত্রের আবিষ্কারক নিয়ে ধূম্রজাল

প্রকাশিত: ০৬:৫৯, ১৭ জানুয়ারি ২০১৬

জ্বালানি ছাড়াই বিদ্যুত যন্ত্রের আবিষ্কারক নিয়ে ধূম্রজাল

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরের ডিজিটাল উদ্ভাবনী মেলায় প্রদর্শনী চলা জ্বালানি তেল ছাড়াই নিরবচ্ছিন্ন ‘বিদ্যুত উৎপাদন যন্ত্রটি’র আবিষ্কারক নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। মিজানুর রহমান ও রাশহা আহম্মেদ নিলয় নামে দু’জন এই যন্ত্রটির আবিষ্কারক দাবি করায় সাধারণ মানুষের পাশাপাশি প্রশাসনের মধ্যেও আলোচনা চলছে। নিলয় যন্ত্রটি তার আবিষ্কার দাবি করে শনিবার যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিলয় দাবি করেন, যশোরের ডিজিটাল উদ্ভাবনী মেলায় প্রদর্শনী চলা জ্বালানি তেল ছাড়াই নিরবচ্ছিন্ন বিদ্যুত উৎপাদন যন্ত্রটি তিনি আবিষ্কার করেছেন। অথচ শার্শার উপজেলা গেটের মোটর মেকানিক মিজানুর রহমান এর আবিষ্কারক বলে দাবি করেছেন। মিজানের বিরুদ্ধে প্রযুক্তি জালিয়াতির অভিযোগ করে যশোরের শার্শার নাভারণ রেলবাজার গ্রামের বাসিন্দা নিলয় বলেন, আমি ঢাকার এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও প্রকৌশল বিভাগের ছাত্র। আমার উদ্ভাবনী যন্ত্রটি তৈরি ও গবেষণা চলাকালে মিজানুর রহমান প্রযুক্তিটি পর্যবেক্ষণ করেন। পরে পরিকল্পনা জালিয়াতি করে মিজানুর রহমান যন্ত্রটি তৈরি করেন এবং তার বিনা অনুমতিতে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত ডিজিটাল উদ্ভাবনী মেলায় প্রদর্শন করছেন। বিষয়টি তিনি জেলা প্রশাসক (সার্বিক) সাবিনা ইয়াসমিনকে লিখিতভাবে জানিয়েছেন। একই সঙ্গে তিনি জালিয়াতির ঘটনায় যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানান। তবে অভিযোগ ভিত্তিহীন দাবি করে অভিযুক্ত মিজানুর রহমান ডিজিটাল মেলা চত্বরে দাঁড়িয়ে বলেন, আমি এই আবিষ্কারের কারণে জাতীয় পুরস্কার পেয়েছি। এই যন্ত্রটি ছাড়াও আমি জ্বালানি সাশ্রয়ী গাড়ি আবিষ্কার, ডিজিটাল অটো আগুন নেভানো মেশিন, জমিতে সেচ দেয়া অটো সুইচ মেশিনসহ বিভিন্ন যন্ত্র আবিষ্কার করেছি। ঢাকা ও খুলনার বিভিন্ন মেলায় সেগুলো প্রদর্শিত হয়েছে। কিন্তু অসদুদ্দেশ্যে এখন আমার নামে বদনাম করা হচ্ছে। তিনি অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য প্রশাসনসহ সংশ্লিষ্টদের অনুরোধ করেছেন। বরগুনায় হামলা লুট ॥ প্রতিবাদে দোকান বন্ধ ঘোষণা নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ১৬ জানুয়ারি ॥ বরগুনা পৌর শহরের বাজার রোড এলাকায় তালুকদার ক্লথ স্টোর নামের একটি কাপড়ের দোকানে হামলা করে ১০ থেকে ১২ লাখ টাকা ছিনতাই করেছে সন্ত্রাসীরা। হামলায় প্রতিষ্ঠানের মালিকসহ চার জন আহত হয়েছে। আহতরা হলেন প্রতিষ্ঠানের মালিক শাহজাদা তালুকদার, মনু তালুকদার, শাওন ও মনির বেপারি। সন্ত্রাসী হামলার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে বরগুনার বস্ত্র ব্যবসায়ীরা। শনিবার বেলা ১১টার দিকে বরগুনা পৌর শহরের বাজার রোডে অবস্থিত তালুকদার ক্লথ স্টোর ও তার বাড়িঘরে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় মৌখিক অভিযোগে অভিযুক্তদের মধ্যে নয়ন নামের একজনকে আটক করেছে পুলিশ। দোকান মালিক শাহজাদা তালুকদার জানান, কোন কারণ ছাড়াই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অভি, প্রিন্স ও সোহেলসহ ১০-১২ জনের একটি সন্ত্রাসী দল রামদা, ছেনা, হকিস্টিকসহ আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে এবং দোকানের ক্যাশে থাকা প্রায় ১০ লাখ টাকা ছিনতাই করা ছাড়াও তাদের বাসভবনের গিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। বরগুনা চেম্বর অব কর্মাসের সভাপতি জাহাঙ্গীর কবির বলেন, এমন ঘটনা আমরা মেনে নিতে পারি না। গুটিকয়েক সন্ত্রাসীর জন্য ব্যবসায়ীরা হামলার শিকার হবে এটা মানতে পারি না। তিনি ব্যবসায়ীদের পক্ষ থেকে তিন ঘণ্টা সময়ের মধ্যে প্রশাসনকে সন্ত্রাসীদের গ্রেফতার করার জন্য দাবি করেন। একই সঙ্গে সকল কাপড়ের দোকান বন্ধ এবং সন্ত্রাসীরা গ্রেফতার না হলে আগামী দিন থেকে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেন।
×