ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ

রাজধানীতে বহুতল ভবন থেকে পড়ে দুজনের মৃত্যু

প্রকাশিত: ০৫:৩৫, ১৫ জানুয়ারি ২০১৬

রাজধানীতে বহুতল ভবন থেকে পড়ে দুজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর রামপুরা ও উত্তরায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। এদিকে পুরান ঢাকার সূত্রাপুরে স্বামী শ্যালিকাকে বিয়ে করায় স্ত্রী নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। অপরদিকে ভাসানটেকে এক বাকপ্রতিবন্ধী গার্মেন্টসকর্মীকে (১৭) ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ তথ্য জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রামপুরায় চারতলা থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রামপুরা ওয়াপদা রোডের আশীষ লেনের ১৬২/৫ নম্বর নির্মাণাধীন চারতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে যান মোঃ হোসেন (৫২) নামে এক বৃদ্ধ। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালের ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের ছোট ভাই মোশারফ বলেন, অসুস্থতার কারণে প্রায় দুই বছর আগে সৌদি আরব থেকে দেশে ফিরে আসেন বড় ভাই হোসেন। ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের চিকিৎসা নিচ্ছিলেন তিনি। দুপুর ২টার দিকে চারতলা থেকে ভাই হোসেন নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়। তবে বৃদ্ধ হোসেন কিভাবে পড়ে গেছেন। তা তিনি বলতে পারেননি। এদিকে একইদিন দুপুরে রাজধানীর উত্তরায় উত্তরা ক্লাবের নির্মাণাধীন ছয়তলা ভবনের চারতলা থেকে পড়ে মাধব রায় (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের গ্রামের বাড়ি নীলফামারীর জেলার জলঢাকা থানার কোটামারা গ্রামে। নিহতের সহকর্মী পলাশ জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার তারা ভবনে কাজ করছিলাম। দুপুরে চারতলায় ড্রিল মেশিন দিয়ে কাজ করছিলেন মাধব। এ সময় ড্রিল মেশিনের ধাক্কায় মাধব নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক ফাঁড়ির এএসআই সেন্টু চন্দ্র দাশ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ দুইজনের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এক গৃহবধূর আত্মহত্যার চেষ্টা ॥ পুরান ঢাকার সূত্রাপুরে মন্দিরে ঢুকে সোমা রাজবংশী রানী (৩৮) নামে এক গৃহবধূ নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। পুলিশ জানায়, স্বামী শ্যালিকাকে বিয়ে করায় ওই নারীর আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাপসাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। দগ্ধ সোমা রানী তার স্বামী রতন রাজবংশীর সঙ্গে যাত্রাবাড়ীর দয়াগঞ্জে থাকতেন। তিনি এক ছেলে ও মেয়ের জননী। বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল বলেন, আগুনে ওই নারী শ্বাসনালী পুড়ে গেছে। তার শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। অবস্থা আশঙ্কাজনক। সূত্রাপুর থানার সহকারী উপ-পরিদর্শক সারোয়ার হোসেন জানান, সকাল সাড়ে ১০টার দিকে ওই গৃহবধূ সূত্রাপুর জুবলি স্কুলসংলগ্ন একটি মন্দিরে ঢুকে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় তার আত্মচিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান। ধর্ষণ ॥ রাজধানীর ভাসানটেকে এক বাকপ্রতিবন্ধী গার্মেন্টসকর্মীকে (১৭) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে পুলিশ ওই গার্মেন্টসকর্মীকে ভাসানটেক সিআরপিসংলগ্ন জনৈক জাহাঙ্গীরের বস্তি থেকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করে। উদ্ধারকারী প্রতিবেশী ভাসানটেক বেনারসী পল্লীর খোকন মিয়া জানান, সকাল ১০টায় বস্তি থেকে ওই গার্মেন্টস শ্রমিককে উদ্ধার করে ভাসানটেক থানায় নিয়ে যাওয়া হয়।
×