ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সুইপার নিয়োগে অনিয়ম

রাজশাহী রেলভবনে বিক্ষোভ ॥ নিয়োগ স্থগিতের দাবি

প্রকাশিত: ০৭:১২, ১৪ জানুয়ারি ২০১৬

রাজশাহী রেলভবনে বিক্ষোভ ॥ নিয়োগ স্থগিতের দাবি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পশ্চিম রেলে সুইপার পদে নিয়োগকে কেন্দ্রে করে রাজশাহী রেলভবনে বিক্ষোভ করেছে নিয়োগ বঞ্চিতরা। বুধবার দুপুরে রেলওয়ের পশ্চিম জোনের জিএম ভবনের সামনে তারা বিক্ষোভ করে। নিয়োগ প্রার্থীরা জানান, চলতি মাসের ১ থেকে ১১ তারিখের মধ্যে বিধিভঙ্গ করে বাংলাদেশ রেলওয়ের সুইপার পদে মোট ১২১ জনকে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিতে ‘জাত সুইপার’ ছাড়া আবেদন করার সুযোগ না থাকলেও সম্প্রতি দেয়া নিয়োগে ৫০ জন মুসলমান ও হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিদের নিয়োগ দেয়া হয়েছে। এর প্রতিবাদে প্রায় ২৫ জন নিয়োগ প্রার্থী ও তাদের অভিভাবক রেলভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন। কারখানার ২১ লাখ টাকা জরিমানা সৈয়দপুরে বিদ্যুত চুরি স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বিদ্যুত চুরি করে আটোবাইক চার্জ করার সময় সৈয়দপুরের একটি গুল কারখানার মালিককে ২১ লাখ জরিমানা করেছে বিদ্যুত বিভাগ। বুধবার সকালে এ জরিমানা করা হয়। পাশাপাশি এ অর্থ আদায়ের জন্য দুপুরে রংপুরের বিদ্যুত আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, সৈয়দপুর শহরের উপকণ্ঠে সোনাপুকুরে স্টার এবং ওয়ান স্টার গুল ফ্যাক্টরির মালিক সাজ্জাদ হোসেন তামাক ক্রাশের জন্য কারখানা গড়ে তোলেন। গীতি কবি নয়ীম গহরের স্মরণসভা বিক্রমপুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত গীতিকবি নয়ীম গহর স্মরণে সম্প্রতি ঢাকাস্থ গুলশানে এক দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। বিক্রমপুর ফাউন্ডেশনের সভাপতি ও আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান এমএম এনামুল হকের সভাপতিত্বে স্মরণসভায় নয়ীম গহরের জীবন ও কর্ম শীর্ষক মূল বক্তব্য উপস্থাপন করেন বিক্রমপুর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোঃ জয়নাল আবেদীন। নয়ীম গহরের সাহিত্য প্রতিভার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন মনির মোর্শেদ, কবি আল মুজাহিদী, আতাউস হক, একেএম আব্দুল বারি, শহীদুর রহমান লাল, শহিদুল হক, সুদেব পাল, ইলোরা গহর প্রমুখ। -বিজ্ঞপ্তি। ইস্ট ওয়েস্ট ভার্সিটিতে মানব উন্নয়ন সেমিনার জাতিসংঘের সংস্থা ইউএনডিপির ২০১৫ সালের মানব উন্নয়ন সূচকের ওপর ভিত্তি করে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র (সিআরটি) মঙ্গলবার এক সেমিনারের আয়োজন করে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউএনডিপির মানব উন্নয়ন প্রতিবেদন বিষয়ক কার্যালয়ের পরিচালক ড. সেলিম জাহান। বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের (সিআরটি) চেয়ারপার্সন ও ট্রাস্টি বোর্ডের সদস্য ড. রফিকুল হুদা চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গবর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান।-বিজ্ঞপ্তি।
×