ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

গেমস

ফার্স্ট পারসন শূটিং গেম ‘ভার্ডান’

প্রকাশিত: ০৫:৩৬, ৯ জানুয়ারি ২০১৬

ফার্স্ট পারসন শূটিং গেম ‘ভার্ডান’

এ্যাকশন ধাঁচের ফার্স্ট পারসন শূটিং গেম ‘ভার্ডান’। এই গেমটি ফ্রান্সের ছোট একট শহরে রক্তয়ী প্রথম বিশ্বযুদ্ধের ঘটনায় নির্মিত হয়েছে। গেমটি যৌথভাবে নির্মাণ করেছে এমটুএইচ গেম স্টুডিওস এবং ব্ল্যাকমিল গেমস। এ গেমটিতে উঠে এসেছে ছোট একটি শহরে ব্যতিক্রমধর্মী এক যুদ্ধের পরিস্থিতি। শুরুতে ভার্ডান গেমটি শুধু মাইক্রোসফট উইন্ডোজ-চালিত পিসির জন্য অবমুক্ত করেছে নির্মাতারা। তবে গেমটি এক্সবক্স ও প্লে­স্টেশনসহ অন্যান্য গেমিং কনসোলের জন্য নির্মাণ করা হয়েছে। প্রায় ১০০ বছর আগের ঘটনা। চারদিকে প্রথম বিশ্বযুদ্ধের দামামা। উত্তর-পূর্ব ফ্রান্সের ছোট একটি শহর। প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসাত্মক রেশ ছড়িয়ে পড়ে সেখানেও। তবে পুরোপুরি তখনও যুদ্ধ পরিস্থিতি হয়নি শহরটিতে। মানুষের মনে চরম উৎকণ্ঠা। এমন সময় শহরটিতে রাজনৈতিক সঙ্কট দেখা দেয়। শাসকরা জড়িয়ে পড়ে যুদ্ধে। এর ফলে শহরের অর্থনৈতিক অবকাঠামোর সঙ্গে ভেঙে যায় মানুষের স্বপ্ন। একটু একটু করে চারদিকে ছড়িয়ে পড়ে যুদ্ধ আর দাঙ্গা। এই যুদ্ধে মারা যেতে থাকে সাধারণ মানুষ। পুরোপুরি ধ্বংসের এক নগরীতে পরিণত হতে থাকে ভার্ডান। তবে প্রতিবাদী হয়ে ওঠে সাধারণ মানুষ। এমন প্রোপটে নির্মিত গেমটিতে গেমারকে খেলতে হবে একজন সাধারণ সৈনিকের বেশে। এ সময় গেমারকে যুদ্ধের পরীক্ষা নিতে যেতে হবে শহরের বাইরে। যেখানে ফ্রান্স, জার্মানি ও ব্রিটিশ সৈন্যদের মিলিতভাবে তৈরি একটি কেন্দ্রে প্রশিক্ষণ গ্রহণ করে গোপনে অস্ত্রে সজ্জিত হয়ে ফিরতে হবে ভুর্ডান শহরে। গেমারকে মোট ৩২ জনের একটি সৈন্যদল নিয়ে গেমে অবতীর্ণ হতে হবে। যেখানে আবার চারজনের একটি খুদে দল থাকবে। গেমারকে এমন যুদ্ধের মধ্যে বিভিন্ন পরিকল্পনা করে একে একে স্বাধীন করতে হবে শহরের বিভিন্ন অংশ। এজন্য দলের অন্য সদস্যদের সঙ্গে যুদ্ধের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে গেমারকে। ফার্স্ট পারসন শূটিং গেমটিতে নিজ জীবন বাজি রেখে যুদ্ধক্ষেত্রে একজন গেমারকে লড়তে হবে। গেমটিতে শহরের ছোট ছোট অংশ দখলে নিয়ে এগিয়ে যেতে হবে গেমারকে। এর ফলে গেমার পাবে বোনাস পয়েন্ট এবং আনলক হবে নতুন গেম লেভেল। গেমে অগ্রসর লেভেলে যুদ্ধ করতে গেমার পাবে আগ্নেয়াস্ত্র। রাইফেল, ছুরি, বন্দুক ও পৌরাণিক আগ্নেয়াস্ত্রের সমন্বয়ে যুদ্ধক্ষেত্রে লড়তে হবে গেমারকে। গেমটিতে ব্যবহৃত আধুনিক প্রযুক্তির শব্দ ও গ্রাফিক্স গেমারকে প্রকৃত বাস্তবতার সামনে নিয়ে যাবে। তারবিহীন স্মার্টফোন চার্জার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ধরনের ডিভাইস চার্জ দেয়ার প্রযুক্তি উদ্ভাবন করেছেন। ডুয়াল ফ্রিকোয়েন্সির এ চার্জিং প্ল্যাটফর্মের মাধ্যমে তারবিহীন উপায়ে স্মার্টফোন থেকে শুরু করে স্মার্টঘড়ি, ল্যাপটপ ও ট্যাবলেটের মতো ডিভাইস একই সময়ে চার্জ দেয়া যাবে। তারবিহীন উপায়ে চার্জ দেয়ার ব্যবস্থা অনেক আগে থেকে থাকলেও বিভিন্ন ডিভাইস বা বিভিন্ন ব্র্যান্ডের ডিভাইসের জন্য ভিন্ন ভিন্ন চার্জার ব্যবহার করতে হতো। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এমন এক পদ্ধতি উদ্ভাবন করেছেন, যার মাধ্যমে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ডিভাইস চার্জ দেয়া যাবে। এতে তারবিহীন উপায়ে চার্জ দেয়ার ব্যবস্থাটি আরও জনপ্রিয় হবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট। গবেষক প্যাট্রিক মারসিয়ের জানিয়েছেন, নতুন চার্জিং সেবার মাধ্যমে দুটি ভিন্ন ফ্রিকোয়েন্সিতে উচ্চ দক্ষতায় ডিভাইস চার্জ সম্ভব। বিভিন্ন স্ট্যান্ডার্ডের কথা চিন্তা করে আমরা নতুন ব্যবস্থাটিতে সর্বজনীন হিসেবে তৈরি করেছি। ফলে গ্রাহকের ডিভাইসটি কোন স্ট্যান্ডার্ড সমর্থন করছে, তা এখন আর মুখ্য বিষয় নয়। গবেষকরা ব্যবস্থাটির নাম দিয়েছেন ইউনিভার্সাল ওয়্যারলেস চার্জার। বর্তমানে বাজারে তিন স্ট্যান্ডার্ডের তারবিহীন চার্জ ব্যবস্থা রয়েছে। কিউআই, পাওয়ারম্যাট ও রিজেনস নামের ব্যবস্থাগুলো শুধু সংশ্লিষ্ট স্ট্যান্ডার্ড সমর্থন করা ডিভাইসগুলোতেই ব্যবহার করা যায়। গুগলের নতুন মেসেজিং এ্যাপ নতুন মোবাইল মেসেজিং এ্যাপ বানাচ্ছে ওয়েব জায়ান্ট গুগল। ফেসবুক বা অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পাল্লা দিতে প্রতিষ্ঠানটি এই এ্যাপ বানাচ্ছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল। রয়টার্স জানিয়েছে, গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা নো-হাও, প্রশ্নের উত্তর দেয়া সফটওয়্যার প্রোগ্রাম, চ্যাটবটের সঙ্গে এই নতুন সেবা আনা হবে। নতুন এই এ্যাপ দিয়ে ব্যবহারকারীরা বন্ধুদের বা চ্যাটবটের টেক্সট পাঠাতে পারবেন। চ্যাটবটকে কোনো প্রশ্ন করা হলে তা ওয়েব বা অন্যান্য উৎস থেকে উত্তর খুঁজে আনে। কবে নাগাদ এই সেবা আনা হবে, বা এর নাম কী দেয়া হবে তা এখনও পরিষ্কার নয়। এ বিষয়ে গুগল কোন মন্তব্য করতেও রাজি হয়নি। জনপ্রিয় মেসেজিং এ্যাপগুলোর মধ্যে ফেসবুকের হোয়াটসএ্যাপ ও মেসেঞ্জার, টেনসেন্ট হোল্ডিংস লিমিটেডের উইচ্যাট আর গুগলের হ্যাংআউটস উল্লেখযোগ্য। গত বছর গুগল টক বন্ধ করে দেয়ার পর, ব্যবহারকারীদের গুগল হ্যাংআউটস নামের মেসেজিং সেবা ব্যবহারের পরামর্শ দেয় গুগল। মার্কিন বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান নিয়েলসেনের প্রকাশ করা ২০১৫ সালের শীর্ষ ১০ স্মার্টফোন এ্যাপের তালিকায় দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তমÑ মোট ৫টি স্থান অধিকার করে গুগলের বানানো এ্যাপগুলো। স্যামসাংয়ের নতুন স্মার্টঘড়ি স্যামসাংয়ের নতুন স্মার্টঘড়ি বাজারে এসেছে। স্মার্টঘড়ির আগের সংস্করণগুলোয় স্যামসাং চতুষ্কোণ ডায়াল ব্যবহার করেছে। এবারই প্রথম তারা গোল ডায়ালের স্মার্টঘড়ি বাজারে এনেছে। গিয়ার এসটুতে অপারেটিং সিস্টেম হিসেবে টাইজেন যোগ করেছে স্যামসাং। উন্মোচনের সময় ডিভাইসটির জন্য ১ হাজারের বেশি এ্যাপ সরবরাহের কথাও জানিয়েছে কোরীয় প্রতিষ্ঠানটি। স্যামসাং ডটকম, এ্যামাজন ডটকম, বেস্ট বাই ও ম্যাসিতে স্যামসাংয়ের নতুন স্মার্টঘড়িটি পাওয়া যাচ্ছে। বেস্ট বাই ও ম্যাসির হেরাল্ড স্কোয়ারের স্টোরে গ্রাহক নতুন ডিভাইসটি নিরীক্ষা করার সুযোগ পাচ্ছেন। এই মাস থেকে যুক্তরাষ্ট্রব্যাপী ম্যাসির ৫০টি স্টোরে এ সেবা পাবেন গ্রাহকরা। যুক্তরাষ্ট্রের বাজারেই আপাতত ডিভাইসটি বিক্রি শুরু করেছে স্যামসাং। শীঘ্রই বিশ্বের অন্যান্য দেশে নতুন স্মার্টঘড়িটির বিক্রি শুরু“হবে। নতুন স্মার্টঘড়িতে ব্যবহারকারী স্মার্টঘড়ি থেকে সরাসরি কল করতে পারবেন। গিয়ার এসটুর দাম ৩০০ ডলার। তবে ধাতব সংস্করণ কিনতে গ্রাহককে খরচ করতে হবে ৩৪৯ ডলার। ড্রোন এখন মাথাব্যথার কারণ বিবিসি নিউজ সার্ভিস বেপরোয়া ড্রোন উড়ানো মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে বিশ্বজুড়ে। ইতালিতে এ্যালপাইন সø্যালম রেইস চলাকালে অল্পের জন্য ড্রোনের আঘাত থেকে রক্ষা পেয়েছেন অস্ট্রিয়ান ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন মার্সেল হির্সচার। বিবিসি জানিয়েছে, নিজের দ্বিতীয় রান নেয়ার সময় ক্যামেরা বহনকারী এক ড্রোন দুর্ঘটনার কবলে পড়ে। হির্সচারের পেছনে মাত্র কয়েক সেন্টিমিটার দূরেই পরে ড্রোনটি। এই ঘটনার পরও, হির্সচার দ্বিতীয় স্থানে থেকে রেইস শেষ করেন। প্রথম হওয়া নরওয়ে-এর হেনরিক ক্রিসটোফারসনের থেকে তিনি ১.২৫ সেকেন্ড পিছিয়ে ছিলেন। এ নিয়ে ২৬ বছর বয়সী এই খেলোয়াড় বলেন, ‘এটি ভয়ঙ্কর, এটি আর কখনও হতে পারে না। এতে সাংঘাতিক আঘাত হতে পারে।’ নিজের ইনস্টাগ্রাম এ্যাকাউন্টে এ ঘটনা নিয়ে দেয়া পোস্টে তিনি মজা করে বলেন, ‘হেভি এয়ার ট্র্যাফিক ইন ইতালি।’ ক্রীড়াক্ষেত্রে ড্রোন দুর্ঘটনার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে, নিউইয়র্কে ইউএস ওপেন টেনিস টুর্নামেন্ট চলাকালে এক শিক্ষক ড্রোন উড়ায় আর তা বিধ্বস্ত হয়। এ ঘটনায় টেনিস ম্যাচ বিঘিœত হলেও, কেউ এতে আঘাতপ্রাপ্ত হননি বলে জানায় টুর্নামেন্ট কর্তৃপক্ষ। ঐ দুর্ঘটনার সময় ম্যাচের এক খেলোয়াড় এ ঘটনায় বেশ ভালই ভয় পেয়েছিলেন। সে মুহূর্তের অনুভূতি প্রকাশ করতে যেয়ে তিনি বলেছিলেন, ‘দুনিয়ার সব কিছুর সঙ্গে আমি ভেবেছিলাম, সব শেষ।’
×