ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

এবার ইরান থকে কাতারের রাষ্ট্রদূত প্রত্যাহার

প্রকাশিত: ০৯:০৩, ৮ জানুয়ারি ২০১৬

এবার ইরান থকে কাতারের রাষ্ট্রদূত প্রত্যাহার

জনকণ্ঠ ডেস্ক ॥ তেহরানে সৌদি দূতাবাসে হামলার পর কাতার ইরান থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে। দোহায় রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ কথা জানায়। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক খালিদ বিন ইব্রাহিম আল হামারের বরাত দিয়ে কাতার সংবাদ সংস্থা জানায়, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার তেহরান থেকে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে। তেহরানে সৌদি দূতাবাস এবং মাশহাদে জেনারেল কনস্যুলেটে হামলার পর কাতার এই পদক্ষেপ নেয়। ইরান বৃহস্পতিবার অভিযোগ করেছে যে সৌদি জঙ্গী বিমান ইচ্ছাকৃতভাবে ইয়েমেনে ইরানী দূতাবাসে বোমা হামলা চালিয়েছে। খবর বিবিসি ও এএফপির। শিয়া প্রধান দেশটি সৌদি আরব থেকে সব ধরনের পণ্য আমদানির ওপরও নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। ইরান বৃহস্পতিবার রাতে জানিয়েছে, তারা ইয়েমেনে তাদের দূতাবাসে সৌদি আরবের এই হামলার বিষয়টি অল্প সময়ের মধ্যেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপণ করবে। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহহিয়ানের বক্তব্য উদ্ধৃত করে বার্তা সংস্থা ইরনা জানায়, সানায় সৌদি আরবের বিমান হামলাকালে একটি রকেট আমাদের দূতাবাসের কাছে গিয়ে পড়লে আমাদের একজন গার্ড আহত হয়। তবে সৌদি নেত্তুতাধিন জোট সানায় ইরানী দূতাবাসে হামলার কথা অস্বীকার করেছে।
×