ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন ইবির চার শিক্ষার্থী

প্রকাশিত: ০৬:২০, ৮ জানুয়ারি ২০১৬

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন ইবির চার শিক্ষার্থী

ইবি সংবাদদাতা ॥ প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী। বুধবার প্রধানমন্ত্রীর হলরুমে এ পদক প্রদান করা হয় বলে জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার। জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদ থেকে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রধানমন্ত্রী স্বর্ণপদক পুরস্কার পেয়েছেন আল হাদিস এ্যান্ড ইসলামিক স্টাডিস বিভাগের ছাত্র মোঃ গাফ্ফার। মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদ থেকে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ছাত্র সাইফুল ইসলাম, ফলিত ও বিজ্ঞান অনুষদ থেকে ইলেকট্রনিক্স এ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র শেখ দবির হোসেন এবং ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের ছাত্রী নাজনিন আক্তার এ পদক পেয়েছেন। পার্বতীপুরে ব্রিজ ভেঙ্গে ২ ট্রাক নদীতে নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ৭ জানুয়ারি ॥ দিনাজপুর-ঢাকা মহাসড়কের আমবাড়ী বাজারের কাছে মরা যমুনা নদীর ওপর বেইলি ব্রিজটি আবারও ভেঙে পড়ায় দুটি পাথরবাহী ট্রাক নদীতে পড়ে গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত সোয়া ১১টার দিকে। এতে ট্রাকের ড্রাইভার মাসুদসহ আহত হয়েছে দুইজন। ঘটনার পরপরই ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাথরবোঝাই ট্রাক দুটি (ঢাকা পঞ্চগড় থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। সন্ত্রাসীর হাতে শিক্ষক আহত স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ তাড়াশে সন্ত্রাসীরা এক শিক্ষককে মারপিট করে গুরুতর আহত করেছে। আহত শিক্ষকের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছে। জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় শিক্ষক নজরুল ইসলাম বিএসসি তাড়াশ সদরের ঘোসপাড়ায় প্রাইভেট পড়ানোর জন্য যান। পূর্ব শত্রুতার জের ধরে জাহিদ হাসানের নেতৃত্বে কয়েকজন হত্যার উদ্দেশে শিক্ষক নজরুল ইসলামকে মারপিট করে। টাঙ্গাইলের গ্রামে ইংলিশ ভার্সন স্কুলের সাফল্য গ্রামপর্যায়ে স্থাপিত প্রথম ইংলিশ ভার্সন জিয়া হাসান ইন্টারন্যাশনাল স্কুলে ২০১৫ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় ১৬ পরীক্ষার্থীর মধ্যে ৬ জন এ+ ও দশজন এ পেয়েছে। গত বছর প্রথম ব্যাচের আট পরীক্ষার্থীর মধ্যে ৫ জন এ+ ও তিনজন এ পেয়েছিল। স্কুলটি টাঙ্গাইল জেলা সদর থানার করটিয়ায় অবস্থিত। প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল খন্দকার জিয়া হাসান, তার ঢাকার ফ্ল্যাট বিক্রি করে নিজ গ্রামে প্রায় তিন বিঘা জমি কিনে ২০১০ সালে ৬২ শিক্ষার্থী নিয়ে গ্রামপর্যায়ে দক্ষ মানবশক্তি তৈরির লক্ষ্যে এই স্কুল শুরু করেন। অল্প সময়ের মধ্যে স্কুলটি তার ব্যতিক্রমী পাঠদান পদ্ধতির কারণে সবার নজর কাড়ে এবং টাঙ্গাইলসহ আশপাশের এলাকায় ব্যাপক সুনাম অর্জন করে। -বিজ্ঞপ্তি।
×