ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

প্রতারকের ফাঁদে এবার পুলিশ

প্রকাশিত: ০৫:৩২, ২৫ মে ২০১৫

প্রতারকের ফাঁদে এবার পুলিশ

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ২৪ মে ॥ শাহরাস্তি মডেল থানার পুলিশ সদস্যকে ফাঁদে ফেলে বিকাশের মাধ্যমে ৯০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। জানা যায়, শনিবার রাতে শাহরাস্তি মডেল থানায় সদ্য যোগ দেয়া উপ-পরিদর্শক সাইফুল ইসলামের নামে ফোন আসে পুলিশ সদস্য মাহবুব আলমের ফোনে। মাহবুব আলমকে মোবাইলে বলা হয়, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জের স্ত্রী ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। জরুরি ভিত্তিতে ৯০ হাজার টাকা পাঠাতে হবে। এ সংবাদ পেয়ে পুলিশ সদস্য মাহবুব আলম উপজেলার মেহের কালীবাড়ি বাজারে অবস্থিত ভাই ভাই ইলেকক্ট্রিক এ্যান্ড টেলিকম সেন্টারের মালিক ফারুক হোসেন মিয়াজীর দোকানে এসে টাকা পাঠাতে বলেন। ফারুক বিকাশের মাধ্যমে ০১৯৪০৯৬৭২১৮ এ নম্বরে ২৫ হাজার ঢাকা, দ্বিতীয় বার ০১৭৩৭৩৯৬৬৭৪ নম্বরে ২৫ হাজার টাকা পাঠান। এরপর এই নম্বর দুটিতে ফের ২০ হাজার টাকা, এরপর ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা পাঠান। টাকা পাঠানোর পর পুলিশ সদস্য মাহবুব টাকা দিতে দোকানদার ফারুক হোসেনকে নিয়ে থানায় এসে এসআই সাইফুল ইসলামকে টাকা দিতে বললে তিনি বলেন কিসের টাকা। আমি কখন আপনাকে টাকা দিতে বললাম।
×