ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সংবাদ প্রকাশের পর বরিশালে সালিশদার গ্রেফতার

প্রকাশিত: ০৬:০০, ৪ মে ২০১৫

সংবাদ প্রকাশের পর বরিশালে  সালিশদার  গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দৈনিক জনকণ্ঠে রবিবার ‘পরকীয়ার খেসারত ॥ বরিশালে দুই পরিবার গ্রাম থেকে উৎখাত’ শিরোনামে সংবাদ প্রকাশের পর টনক নড়েছে থানা পুলিশের। রবিবার সকালে এলাকাছাড়া অন্তঃসত্ত্বা কিশোরীসহ তার পরিবারবর্গকে পুলিশ নগরী থেকে উদ্ধার করেছে। এ ঘটনায় ওইদিন দুপুরে অন্তঃসত্ত্বা কিশোরী বাদী হয়ে প্রেমিক, গ্রাম্য মোড়লসহ ১২ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ এজাহারভুক্ত আসামি সালিশদার বাচ্চু ফকিরকে গ্রেফতার করেছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার টরকী এলাকার রামনগর গ্রামের। গৌরনদী থানার ওসি মোঃ সাজ্জাদ হোসেন বলেন, জনকণ্ঠের প্রকাশিত সংবাদ দেখে সরেজমিনে তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস.আই স্বপন কুমার হাওলাদার অভিযান চালিয়ে রবিবার সকালে বরিশাল নগরীর মরকখোলা ব্রিজ এলাকার কাছে আত্মীয়ের বাসায় আশ্রয় নেয়া অন্তঃসত্ত্বা কিশোরী ও তার পরিবারকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় ওইদিন দুপুরে অন্তঃসত্ত্বা কিশোরী প্রিয়া আক্তার বাদী হয়ে প্রেমিক শহিদ ফকির, গ্রাম্য মোড়ল স্থানীয় প্রভাবশালী বুলবুল দেওয়ান, আবুল হোসেন ফকির, বাচ্চু ফকির, মতিন খলিফা, জামাল খলিফা, আলম ফকিরসহ ১২ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি সালিশদার বাচ্চু ফকিরকে গ্রেফতার করে।
×