ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

চার লেনে উন্নীত হবে সোনামসজিদ মহাসড়ক

প্রকাশিত: ০৩:৩৬, ২৩ মার্চ ২০১৫

চার লেনে উন্নীত হবে সোনামসজিদ মহাসড়ক

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ একটি যুগান্তকারী সিদ্ধান্তের মধ্য দিয়ে বেরিয়ে এসেছে বর্তমান সরকারের গ্রামমুখী উন্নয়ন কর্মকা-ের চিত্র। এতদিন রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টলাসহ দেশের বড় বড় শহর সংলগ্ন মহাসড়কগুলো চার লেনে রূপান্তর করার কাজ এগিয়ে যাচ্ছিল। গণমুখী সরকারের সিদ্ধান্ত হয়েছে মফস্বল অঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক নেটওয়ার্ক আরও আধুনিক করতে হবে। তাই এবার উত্তরাঞ্চলের অন্যতম সড়ক হাটিকুমরুল-বনপাড়া থেকে রাজশাহী এবং রাজশাহী থেকে একেবারে চাঁপাইনবাবগঞ্জ হয়ে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ মহাসড়কটিকে ৪ লেনে উন্নীত করার মহাপরিকল্পনা নেয়া হয়েছে। খবরটি নিশ্চিত করেছে মহাসড়ক বিভাগের ডিটেইন্ড ডিজাইন শাখা। সরকার সিদ্ধান্ত নেবার সঙ্গে সঙ্গে প্রাথমিক কাজও শুরু করেছে। এ লক্ষ্যে এসব সড়কের সমীক্ষা ও ডিজাইন কাজ চলছে বলে জানা গেছে। সোনামসজিদ স্থলবন্দর হয়ে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-নাটোর হয়ে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত মহাসড়কটি ৪ লেনে উন্নীত করার পরিকল্পনায় এ অঞ্চলের মানুষ খুবই আনন্দিত ও উজ্জীবিত হয়েছে। কারণ খুবই চলমান ও গুরুত্বপূর্ণ সোনামসজিদ স্থলবন্দর হয়ে আমদানিকৃত মালামাল অতি দ্রুত দেশের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছবে এবং চাঁপাইনবাবগঞ্জের নানান পেশা ও শ্রেণীর মানুষ দ্রুত ঢাকা পৌঁছতে পারবে।
×