ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

রাঙ্গাবালীতে নৌবাহিনীর ফ্রি চিকিৎসা ক্যাম্প, বিনামূল্যে সেবা পেল শত শত মানুষ

আ: রহিম গাজী, রাঙ্গাবালী, পটুয়াখালী

প্রকাশিত: ১৪:৫০, ৯ আগস্ট ২০২৫; আপডেট: ১৪:৫৩, ৯ আগস্ট ২০২৫

রাঙ্গাবালীতে নৌবাহিনীর ফ্রি চিকিৎসা ক্যাম্প, বিনামূল্যে সেবা পেল শত শত মানুষ

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাংলাদেশ নৌবাহিনী আয়োজিত ফ্রি চিকিৎসা ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৯টায় রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত এই ক্যাম্পেইনে স্থানীয় দ্বীপের সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

নেভি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের তত্ত্বাবধানে এবং ‘বানৌজা শের-ই-বাংলা’ ঘাঁটির ব্যবস্থাপনায় পরিচালিত এই দিনের স্বাস্থ্যকর্মসূচিতে সাত শতাধিক নারী, পুরুষ ও শিশু বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পায়। নৌবাহিনীর অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসকরা সাধারণ রোগের পাশাপাশি জটিল রোগে আক্রান্ত রোগীদেরও পেশাদারিত্বের সঙ্গে চিকিৎসা সেবা প্রদান করেন, যা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সন্তুষ্টি ও স্বস্তি সৃষ্টি করেছে।

দূর্গম দ্বীপাঞ্চলসহ দেশের প্রত্যন্ত এলাকায় নিয়মিত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে নৌবাহিনী দীর্ঘদিন ধরে এ ধরনের মেডিকেল ক্যাম্প আয়োজন করে আসছে এবং ভবিষ্যতেও এই মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

স্থানীয় জনপ্রতিনিধিরা নৌবাহিনীর এই মানবিক উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দেশের অন্যান্য বাহিনী ও সংস্থার জন্য এটি অনুকরণীয় এক দৃষ্টান্ত।

রিফাত

×