
ছবি: দৈনিক জনকন্ঠ।
কুড়িগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফুলবাড়ী ডিগ্রী কলেজে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ মে) সকাল ১১ টায় কলেজ হলরুমে অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজুর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির সভাপতি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। স্বাগত বক্তব্য রাখেন ফুলবাড়ী ডিগ্রী কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আজাদ হোসেন।
প্রভাষক জাকারিয়া মিঞার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক হ শ ম জয়নুল আবেদীন স্বপন, শিমুলবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুকু, প্রভাষক আরাবুর রহমান ও তানজিনা বেগম, উপজেলা যুবদলের সদস্য সচিব অপূর্ব লাল সেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা এবং একাদশ শ্রেণির শিক্ষার্থী কারিমা আক্তার।
সভার শুরুতে একাদশ শ্রেণির শিক্ষার্থী সিয়াম হাসান কুরআন তিলাওয়াত ও সুষমা রাণী গীতা পাঠ করেন। সভায় কলেজটির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজন অংশগ্রহণ করেন।
মিরাজ খান