ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ৩০ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সাটুরিয়ায় ফুটপাত দখলে বিপর্যস্ত ব্যবসা, ভাসমান দোকান বন্ধে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, সাটুরিয়া, মানিকগঞ্জ 

প্রকাশিত: ১৭:৩২, ২৮ মে ২০২৫

সাটুরিয়ায় ফুটপাত দখলে বিপর্যস্ত ব্যবসা, ভাসমান দোকান বন্ধে মানববন্ধন

দৈনিক জনকণ্ঠ

মানিকগঞ্জের সাটুরিয়ায় ভাসমান ও অস্থায়ী দোকানপাট বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বাজারের স্থায়ী ব্যবসায়ীরা । বুধবার সকাল ১১ টার দিকে সাটুরিয়া সদর বাজারে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে। 

মানববন্ধনে বাজারের শতাধিক ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। তাঁরা অভিযোগ করেন, বাজারের সড়কের চারপাশে অস্থায়ী দোকান ও ভাসমান হকারদের কারণে যানজটের সৃষ্টি হচ্ছে, বাজারে ঢুকতে ক্রেতাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে এবং বাজারের ব্যবসায়ীদের ব্যবসা-বাণিজ্যে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।

সাটুরিয়া বাজারের ব্যবসায়ী নিয়ামুল হক লিমন বলেন, আমরা দীর্ঘদিন ধারে সাটুরিয়া বাজারের ফুটপাতে অস্থায়ীভাবে বসা দোকান বন্ধের দাবিতে স্থানীয় প্রশাসনের নিকট অভিযোগ জানিয়ে আসছি।

কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তিনি আরো বলেন, অস্থায়ী দোকানদারেরা কোনো দোকান ভাড়া দেয় না, অথচ তারা মূল ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করছে। তাছাড়াও ফুটপাতে বসা দোকানগুলোর কারণে বাজারের রাস্তায় সবসময় যানজট লেগে থাকে। এতে করে যানবাহন ও মানুষ চলাচল করতে অসুবিধা হয় প্রতিনিয়ত। 

ব্যবসায়ী সৈকত ইসলাম তপু বলেন, আমরা সাটুরিয়া বাজারের যারা স্থায়ী ব্যবসায়ী তারা বাজারের অবকাঠামোগত উন্নয়নে নিয়মিত খাজনা দিচ্ছি এবং বাজারের সকল ধরনের উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণ করে থাকি।

অথচ ফুটপাতে বসা দোকানদারদের কারণে আমাদের ব্যবসা এখন হুমকির মুখে। এ বিষয়ে আমরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

ব্যবসায়ী আব্দুল হালিম বলেন , প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত বাজারের চলাচলের রাস্তা জুড়ে বসে থাকা হকারদের কারণে আগত ক্রেতারা অসন্তুষ্ট হচ্ছেন। ফলে আমাদের বিক্রিও কমে যাচ্ছে। স্থানীয় প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।

এ বিষয়ে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হোসেন বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। বাজারের শৃঙ্খলা রক্ষায় এবং সঠিক ব্যবস্থাপনার জন্য আমরা শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব 

মানববন্ধন শেষে ব্যবসায়ীরা উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ পেশ করেন এবং  তাঁরা অস্থায়ী দোকান বন্ধের পাশাপাশি বাজারের পরিবেশ উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের দাবিও জানান।
 

হ্যাপী

×