ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ডাসারে ভ্যান চালকের জমি দখলে নেয়ার অভিযোগে আদালতে মামলা

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর

প্রকাশিত: ১৬:৪০, ২৮ মে ২০২৫

ডাসারে ভ্যান চালকের জমি দখলে নেয়ার অভিযোগে আদালতে মামলা

ছবি: সংগৃহীত

মাদারীপুরের ডাসার উপজেলায় একটি ভূমি দখল নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। অসহায় ভ্যানচালক আঃ ছত্তার শরীফের জমি দখলের অভিযোগে প্রভাবশালী কয়েকজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। মামলা দায়েরের পর থেকেই পরিবারটি নানা ধরনের হুমকি-ধামকির মুখে পড়েছে বলে অভিযোগ উঠেছে।

আজ বুধবার (২৮ মে) দুপুরে সরেজমিনে গিয়ে এমন পরিস্থিতি দেখা যায়। স্থানীয় সূত্র ও মামলা থেকে জানা গেছে, ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম বনগ্রামের মৃত হাকিম শরীফের ছেলে আঃ ছত্তার শরীফের জমিতে পাকা স্থাপনা নির্মাণ শুরু করেন একই গ্রামের প্রভাবশালী ব্যক্তি জুয়েল শরীফ, আজিজুল বেপারীসহ আরও কয়েকজন।

স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। পরে উপায় না দেখে আঃ ছত্তার শরীফ মাদারীপুর আদালতে জুয়েল শরীফ, আজিজুল বেপারী, কহিনুর বেগম, ফাহিমা বেগমসহ পাঁচজনকে আসামি করে ভূমি আইনে একটি মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর প্রভাবশালীরা আরও বেশি তৎপর হয়ে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন ছত্তার শরীফ। তিনি বলেন, "আমার জমি দখল করে জোরপূর্বক ঘর তুলছে তারা। আদালতে মামলা করার পর থেকে আমার পরিবারকে নানা হুমকি ধামকি দেওয়া হচ্ছে। এখন আমরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছি।"

অভিযুক্ত কহিনুর বেগম ও ফাহিমা বেগম বলেন, “আমরা আমাদের নিজেদের জমিতে কাজ করছি।”

স্থানীয় সালিশদার মো. মহসিন মাওলানা বলেন, “আমরা দুই পক্ষকেই নিজ নিজ অবস্থানে থাকতে বলেছি।”

এ বিষয়ে ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) এহতেশামুল ইসলাম বলেন, “ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য বলা হয়েছে।”

আসিফ

×