ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

মুন্সীগঞ্জে আগুনে পুড়ে ভস্মীভূত পৌর মার্কেটের কফিশপ

নাসিরউদ্দিন উজ্জ্বল, মুন্সীগঞ্জ

প্রকাশিত: ১৬:৩০, ২৮ মে ২০২৫

মুন্সীগঞ্জে আগুনে পুড়ে ভস্মীভূত পৌর মার্কেটের কফিশপ

ছবি: দৈনিক জনকন্ঠ।

মুন্সীগঞ্জ শহরের পৌর মার্কেটে অগ্নিকাণ্ডে একটি কফিশপ পুড়ে গেছে ।  

মঙ্গলবার (২৮ মে) সকাল সাড়ে ১১টার দিকে মার্কেটের দ্বিতীয় তলার ‘স্নো কফি, ফাস্টফুড এন্ড পেস্ট্রি শপ’-এর কিচেন রুম থেকে আগুনের সূত্রপাত। 

অগ্নিকাণ্ডে মার্কেট জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। মার্কেটের পাশের সড়কে জটের কারণে শহরজুড়ে তৈরি হয় দীর্ঘ যানজট। আগুনের কারণে দোকানিরা বাইরে বেরিয়ে আসেন। 

ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় বেলা ১২ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। দ্রুত ব্যবস্থা নেয়ায় রক্ষা পায় আশপাশের প্রতিষ্ঠান। 

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তবে তদন্ত চলছে প্রকৃত কারণ উদঘাটনে।

মিরাজ খান

×